বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০১২আর উচ্চ আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিল্প কলকারখানায় গ্যাস সংযোগ দেয়া যাচ্ছে না বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক৷
সব ধরনের জ্বালানি তেলের দাম সবশেষ গত ২৯ ডিসেম্বর লিটারপ্রতি ৫ টাকা বাড়ায় সরকার৷ সব মিলিয়ে গত বছর অর্থাৎ ২০১১ সালে ৪ দফায় প্রতি লিটারে ১৭ টাকা বেড়ে ডিজেল ও কেরোসিন ৬১ টাকা, পেট্ট্রোল ৯২ টাকা, অকটেন ৯৪ টাকা এবং ফার্নেস অয়েল বিক্রি হচ্ছে ৬০ টাকায়৷ চলতি বছরের শুরু থেকেই দাম বাড়ানোর চাপ ছিল আইএমএফ এর৷ বিভিন্ন পক্ষের বিরোধিতায় শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি৷ সম্প্রতি মন্ত্রিসভায় আবারো আলোচনা হয় তেলের দাম বাড়ানোর বিষয়টি৷ আর শনিবার প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী জানালেন, ভর্তুকি কমাতে তেলের দাম বাড়ানো দরকার৷
সেই সাথে নতুন বছরের শুরুতেই বাড়ছে বিদ্যুতের দামও৷ বিতরণকারী কোম্পানিগুলোর লোকসান আর হিসাবের গড়মিলের কারণে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ৷ এর আগে ৬ দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন৷ সবশেষ গত সেপ্টম্বরে প্রতি ইউনিটের দাম বাড়ানো হয়েছিল ৭৫ পয়সা৷
শিল্প কলকারখানায় অক্টোবরের মধ্যে নতুন গ্যাস সংযোগ দেয়ার অঙ্গীকার উচ্চ আদালতের নির্দেশনার কারণে বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক৷