বিদেশ থেকে এবারও হজে যেতে মানা
১২ জুন ২০২১শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত খবরে বলা হয়েছে, এ বছর সর্বোচ্চ ৬০ হাজার মানুষ হজ পালনের অনুমতি পাবেন৷ অংশ নিতে পারবেন শুধু সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতরা৷
পাশাপাশি হজপালনে ইচ্ছুকদের হতে হবে ১৮ থেকে ৬৫ বছর বয়সি এবং করোনার টিকাপ্রাপ্ত৷ হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবৃতির সূত্রে এই তথ্য জানিয়েছে এসপিএ৷
দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘করোনার অনিশ্চয়তার মধ্যে হজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ টিকা সহজলভ্য হলেও ভাইরাসটি নিয়ে এখনও অনিশ্চয়তা আছে এবং কিছু দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা এখনও মারাত্মক৷ সেই সঙ্গে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে নতুন ঝুঁকি তৈরি হয়েছে৷ এসব কারণে হজ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’’
এদিকে, সৌদি সরকার এই তথ্য বাংলাদেশকেও জানিয়ে দিয়েছে৷ ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ হতে হজযাত্রীগণ হজের সুযোগ পাবেন না।’’
বাংলাদেশ থেকে প্রায় ৬৪ হাজার মানুষ হজে যেতে নিবন্ধন করেছিলেন৷
করোনার আগে স্বাভাবিক সময়ে প্রতি বছর ২৫ লাখ মানুষ মুসলমানদের পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ পালন করতেন৷ উমরাহ ও হজ মিলিয়ে সৌদি আরবের বার্ষিক আয় ১২০০ কোটি ডলার প্রায়৷
এফএস/এআই (রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)