1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপের বিদায়ী ভাষণ

২৭ ফেব্রুয়ারি ২০১৩

ক্যাথলিক অনুসারীদের উদ্দেশ্যে শেষ বক্তব্য দিয়ে দিলেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ বুধবার সকালে দেয়া এই বক্তব্যে জার্মান এই পোপ বলেন, রোমান ক্যাথলিক চার্চের ভালোর জন্যই তিনি পদত্যাগ করছেন৷

https://p.dw.com/p/17meI
ছবি: GABRIEL BOUYS/AFP/Getty Images

বিদায়ী পোপের বক্তব্য শুনতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স চত্বরে জড়ো হয়েছিলেন প্রায় দেড় লক্ষ মানুষ৷ তাঁদের উদ্দেশ্য পোপ বেনেডিক্ট বলেন, পবিত্র এই দায়িত্ব পালনের সময় আনন্দের মুহূর্ত যেমন ছিল, তেমন ছিল কষ্টকর কিছু সময়ও৷ তবে মহান এই দায়িত্ব পালনের যথেষ্ট শারীরিক সক্ষমতা না থাকার কারণেই তিনি পদত্যাগ করছেন বলে আবারও জানান পোপ বেনেডিক্ট৷ গত ছয়শো বছরের ইতিহাসে এই প্রথম কোনো পোপ পদত্যাগ করছেন৷ বৃহস্পতিবার রাতে পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে৷

এরপর কার্ডিনালরা নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন৷ অবশ্য ইতিমধ্যে তাঁরা টেলিফোনে, ইমেলে নিজেদের মধ্যে সম্ভাব্য পোপ নিয়ে আলোচনা শুরু করেছেন৷ বিদায়ী পোপ বেনেডিক্টের আশা, মধ্য মার্চের মধ্যেই নতুন পোপ নির্বাচন করা হোক৷ তাহলে মার্চের ২৪ তারিখ ‘পাম সানডে'র মধ্য দিয়ে মাসব্যাপী যে ইস্টার উৎসব শুরু হবে তা পরিচালনা করতে পারবেন নতুন পোপ৷

Papst Benedikts letzter großer Auftritt
পোপের বিদায়ী ভাষণ শুনতে হাজির সবাইছবি: Reuters

তবে পোপ হিসেবে যিনিই নির্বাচিত হোন না কেন তাঁকে কিছু আলোচিত বিষয় সামাল দিতে হবে৷ যেমন ইউরোপ ও অ্যামেরিকার যাজক দ্বারা ছোটো ছোটো শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনায় ভ্যাটিকান বেশ সমালোচনার মুখে রয়েছে৷ এছাড়া গত বছর পোপ বেনেডিক্টের সাবেক এক কর্মচারি ভ্যাটিকানের কিছু নথি প্রকাশ করে দিয়েছেন, যাকে বলা হচ্ছে ‘ভ্যাটিলিক্স'৷ এসব নথির মধ্যে দিয়ে ভ্যাটিকানের বিভিন্ন দুর্নীতি ও সেখানকার কর্মকর্তাদের মধ্যে রেষারেষির খবর বেরিয়ে এসেছে৷

বিদায়ের কারণ হিসেবে পোপ বেনেডিক্ট শারীরিক অসুস্থতার কথা বললেও অনেকে মনে করছেন ভ্যাটিলিক্স ও শিশু নির্যাতনের ঘটনা দুটি, তাঁর পদত্যাগের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে৷

বুধবার পোপের বিদায়ী বক্তব্যের সময় উপস্থিতদের মধ্যে বেশিরভাগই পোপের প্রশংসা করে তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও তার বিপরীত চিত্রও দেখা গেছে৷ যেমন ৬১ বছরের পিটার ম্যাকনামারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে, পোপ বেনেডিক্ট চলে যাওয়ায় সবারই ভালো হবে৷

জেডএইচ / এসি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য