1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহের ঘটনায় ১০৮ জনের সাত বছরের কারাদণ্ড

২৭ জুন ২০১১

পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় ২৪ ব্যাটেলিয়নের ৬৬৮ জন জওয়ানের মধ্যে ৬৫৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিজিবি'র বিশেষ আদালত৷ আর নয়জনকে বেকসুর খালাস'এর নির্দেশ দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/11kFs
বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের বিচার উপলক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছেছবি: Harun Ur Rashid

মামলার রায়ে সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ১০৮ জনকে৷ আর ৮৯ জনকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ বিদ্রোহের পর ২০১০ সালের ৩১ মার্চ মোট ৬৬৮ জনের বিরুদ্ধে মামলা হলেও, দু'জন মারা যাওয়ায় শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয় ৬৬৬ জনকে৷ বাংলাদেশ বর্ডার গার্ড-বা বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম নিজেই এই মামলার বিচারকাজ পরিচালনা করেন৷

Bangladesch Meuterei
অভিযুক্তদের একজনছবি: Harun Ur Rashid

অভিযুক্তদের বিরুদ্ধে তৎকালীন বিডিআর মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ, বিদ্রোহে অংশ নেওয়া ও উদ্বুদ্ধ করা এবং অস্ত্র লুটের অভিযোগ আনা হয়৷ মোট ৪৮ দিনে ৫৮ জনের সাক্ষী এবং ৭৮ জনের সাফাই সাক্ষী নেওয়া হয়৷ ৩১ জন দোষ স্বীকার করে অনুকম্পা চান৷ রায় ঘোষণার পর প্রসিকউটর মেজর খান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অনুকম্পা চাওয়া এবং মুক্তিযোদ্ধার সন্তান বিবেচনায় কয়েজনকে কম সাজা দেওয়া হয়েছে৷ তিনি জানান, এই অভিযুক্তদের মধ্য সেনা কর্মকর্তাদের হত্যা এবং লাশগুমসহ গুরুতর অপরাধের আসামিও রয়েছে৷

Bangladesch Meuterei
জেল থেকে আদালতের পথেছবি: Harun Ur Rashid

এ নিয়ে চারটি ব্যাটেলিয়নের বিরুদ্ধে বিদ্রোহের মামলার রায় দেওয়া হলো৷ আজকের মামলায় আসামি ছিল সবচেয়ে বেশি৷ এজন্য আদালত এলাকার নিরাপত্তাতেও ছিল বেশ কড়াকড়ি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য