1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক

১ মার্চ ২০১২

টাকার বিনিময়ে বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনগুলো এখন থেকে ফেসবুক সদস্যদের হোমপেজ-এ পৌঁছে দেবে এফবি৷ শুধু তাই নয়, বিজ্ঞাপনের বাজার দখলের জন্য গুগোলের মতো সার্চ ইঞ্জিনের সাথেও প্রতিযোগিতায় নেমেছে ফেসবুক বা এফবি৷

https://p.dw.com/p/14CVj

মুখের পরে মুখ; ছবির পরে ছবি; কথার পিঠে কথা৷ এই নিয়েই তো ফেসবুক ছিল, তাই না? হ্যাঁ, তা এখনো আছে বটে! এখনো আপনি যখন-তখন মনের কথা ‘স্ট্যাটাস' বক্সে লিখে দিতে পারেন৷ তবে এর সঙ্গে আপনার হোমপেজ-এ এখন নতুন করে যোগ হয়েছে আরো বেশি বিজ্ঞাপনের চাপ৷

ব্যাপারটা খুলেই বলি৷ গত বুধবার, অ্যামেরিকার ম্যানহাটানে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এফবি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে, ফেসবুক এখন বিজ্ঞাপনের অবারিত দ্বার৷

টাকার বিনিময়ে ওয়ালমার্ট, কোকাকোলাসহ দুনিয়ার সব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, ভিডিও ও কূপন তারা পৌঁছে দেবে আপনার ফেসবুকের নিউজফিড'এ৷ আপনি চান বা না চান, পণ্যের গুণকীর্তণ করা বিজ্ঞাপনে ভরে উঠবে আপনার নিউজফিড৷

ফেসবুকে আগেও বিজ্ঞাপন ছিলো৷ তবে সেটি ছিলো একপাশে৷ গতকাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞাপনগুলো এখন আরো বেশি প্রাধান্য পাবে৷ আরো বড়, উজ্জ্বল করে দেয়া হবে মাঝামাঝি জায়গায়৷

সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৮৪ কোটিরও বেশি৷ আর এ সংখ্যা দিন দিন বাড়ছেই৷ বিরাট এ সংখ্যার ৪০ ভাগ ব্যবহারকারী আবার ফেসবুকে আসে মোবাইলের মাধ্যমে৷ তাই, মোবাইলেও বিজ্ঞাপনের বেসাতি বসতে আর বেশি দেরি নেই বলে জানিয়ে দিয়েছে এফবি৷

সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দুনিয়ার এক নম্বর এই সাইটটি ২০১১ সালে যতো টাকা কামাই করেছে, তার মোট ৮৫ ভাগই এসেছে বিজ্ঞাপন থেকে৷

এলাকার দাঁতের ছোটো ডাক্তার থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি, প্রায় সবারই আছে একটি করে ফেসবুক পেজ৷ আছে বিজ্ঞাপন আর ব্যাবসার বৃত্তান্ত৷ তবে, বিনামূল্যে প্রচার করার দিনটা এবার ফুরোলো বলে৷ কারণ এফবি বলছে, এখন থেকে পয়সা দিয়ে বিজ্ঞাপন দিতে হবে৷ তবেই, সে বিজ্ঞাপন তারা ছড়িয়ে দেবে কোটি কোটি এফবি সদস্যের নিউজফিড'এ৷

বিজ্ঞাপন দিয়ে অর্থকড়ি অর্জনের জন্য এফবি'র গল্পটা এখানেই শেষ নয়৷ দুনিয়ার সবচে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগোল ও ইয়াহুসহ অন্যান্য ওয়েবসাইটের সাথেও এবার বিজ্ঞাপনের প্রতিযোগীতায় নেমেছে এটি৷

অ্যামেরিকার বাজার গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটার জানিয়েছে, টিভি, পত্রিকা ও ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে গিয়ে যু্ক্তরাষ্ট্রের বিজ্ঞাপন-বাজারে প্রতিবছর খরচ হয় প্রায় ৭৬ বিলিয়ন ডলার৷ এতো বিরাট অংকের অন্তত এক-আধটু ধরার জন্যেই গুগোলের মতো সার্চ ইঞ্জিনের সাথে এফবি'র এই দৌঁড়৷

তবে, কেউ কেউ আবার বলছেন, বিজ্ঞাপনের ওপর ফেসবুকের এই অতি-নির্ভশীলতাটা হয়তো ঠিক নয়৷ হয়তো এরও কোনো নেতিবাচক দিক দেখা দিতে পারে৷

সে যাই হোক আর যে যাই বলুক, কারো কথায় আপাতত গা করছে না ফেসবুক৷ কারণ এফবি কর্তাদের মাথায় এখন টাকা কামানোর ঘোর৷ শুধু বড় ব্র্যান্ড নয়, পয়সা ঢাললে আপনার হাতে বোনা ওলের টুপি বা বাংলাদেশের তাঁতের গামছার খবরও তারা স্বযত্নে পৌঁছে দেবে জগতের দশদিকে৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য