1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভে উত্তাল কাশ্মীর

১১ জুলাই ২০১৬

শুক্রবার থেকে ভারতের কাশ্মীরে প্রচণ্ড বিক্ষোভ চলছে৷ পুলিশি অভিযানে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ায় শুরু হয় বিক্ষোভ৷ বিক্ষোভের সময় অন্তত ৩০ জন মারা গেছে৷ নিহতদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী বলে জানা গেছে৷

https://p.dw.com/p/1JMr0
ভূস্বর্গ কাশ্মীর
ছবি: picture-alliance/dpa/F. Khan

শুক্রবার পুলিশের অভিযানে হিজবুত মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানিসহ তিন জন মারা যান৷ পুলিশের দাবি, জঙ্গি বুরহান তখন বড় রকমের নাশকতামূলক হামলার প্রস্তুতি নিচ্ছিলেন৷ ২২ বছর বয়সি বুরহান ওয়ানির মৃত্যুর খবরে কাশ্মীরে ক্ষোভ ছড়িয়ে পড়ে৷ বিক্ষুব্ধরা রাস্তায় নেমে আসে৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা৷ পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্ততপক্ষে ২২ জন বিক্ষোভকারী মারা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে৷

এছাড়া অন্তত একজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন৷ আহতের সংখ্যাও ৩০০ ছাড়িয়েছে, যার মধ্যে অন্তত একশজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে জানা গেছে৷

২০১০ সালের পর কাশ্মীরের সবচেয়ে বড় এই বিক্ষোভ থামাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রোববার মন্ত্রীপরিষদের সভা আহ্বান করেন৷ সব বিরোধী দল এবং বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতিও পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি৷ এ সময় পুলিশ বিনা উসকানিতে কোথাও সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে কিনা – তা তদন্ত করে দেখারও আশ্বাস দেন মেহবুবা মুফতি৷

এদিকে শুক্রবার থেকে কাশ্মীরের ১০টি জেলাতেই কারফিউ জারি করা হয়েছে৷ বিক্ষুব্ধরা কারফিউ লঙ্ঘন করেই রাস্তায় নেমে আসে৷ বিক্ষোভের সময় অন্তত চারটি পুলিশ স্টেশনে আগুন দিয়েছে তারা৷

শুক্রবার থেকেই কাশ্মীরের প্রায় সব দোকানপাট বন্ধ৷ ট্রেন চলাচলও বন্ধ রয়েছে সেখানে৷ ফলে অন্তত ১৫ হাজার হিন্দু তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় যেতে পারছেন না৷ এছাড়া কাশ্মীরের অনেক জায়গায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন৷

এসিবি, ডিজি (এএফপি, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য