1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএসএফ-এর হাতে বাংলাদেশি নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া

২০ জানুয়ারি ২০১২

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিককে নির্যাতনের ভিডিও চিত্র ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশের পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের কাছে এব্যাপারে প্রতিবাদ জানান হয়েছে৷

https://p.dw.com/p/13m3U
বাংলাদেশ-ভারত সীমান্তে এই ধরণের ঘটনার ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর চাপ বাড়ছেছবি: AP

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাহারপাড়া বিএসএফ ক্যাম্পে বাংলাদেশি এক তরুণকে নির্মমভাবে নির্যাতন করা হয় গত ৯ই ডিসেম্বর৷ আর ভারতের সংবাদ মাধ্যমে সেই নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশ করা হয় গত বুধবার৷ অভিযোগ, ওই তরুণকে গরু চোরাচালানকারী সন্দেহে আটকের পর তার কাছে ঘুষ দাবি করে বিএসএফ সদস্যরা৷ ঘুষ না পেয়ে তার গোপন অঙ্গে পেট্রোল ঢেলে নির্যাতন চালান হয়৷ বিএসএফ সদস্যরাই আবার নির্যাতনের এই দৃশ্য মোবাইল ফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করে৷ আর তা ঘটনাচক্রে চলে যায় সংবাদ মাধ্যমের হাতে৷ নির্যাতিত ওই তরুণের বয়স ২২ বছর এবং তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে৷ ভারতের সংবাদ মাধ্যমে নির্যাতনের ঘটনা প্রচারের পর বুধবারই বিএসএফ-এর ৮ জওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে৷ তদন্ত কমিটি গঠন করে বিএসএফ আরো বিস্তারিত খতিয়ে দেখছে৷

Sahara Khatun
স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান হয়েছে৷ছবি: Samir Kumar Dey

এদিকে এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগ তদন্ত শুরু করেছে৷ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা জানান হয়নি৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন, এব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান হয়েছে৷

অন্যদিকে এই নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেছেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনেই বিএসএফ-এর হাতে বার বার বাংলাদেশি নাগরিকরা নিগৃহীত হচ্ছেন৷

উল্লেখ্য ভারত সরকার বার বার সীমান্তে গুলির ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হচ্ছেনা৷ গতমাসেও বিএসএফ-এর গুলিতে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান