‘বিএনপি’র কর্মসূচি জমায়াতকে রক্ষা করার জন্য’
৮ ডিসেম্বর ২০১২নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আগামীকাল রবিবার সারা দেশে সড়ক, মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনিপি'র নেতৃত্বে ১৮ দল৷ আর এই কর্মসূচি সফল করতে তারা ব্যাপক জনসংযোগ করছে৷ এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, অবরোধের সময় রাজধানী ঢাকায়ও কোনো যানবাহন চলবে না৷ কারণ তারা সড়ক, মহাসড়কে অবস্থান নেবেন৷ তিনি অভিযোগ করেন, এই কর্মসূচিতে বাধা দিতে তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে৷
আর বিএনিপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার যদি এই কর্মসূচি নিয়ে কোনো সংঘাতের দিকে যায় তাহলে তা সরকারের জন্যই বিপদ ডেকে আনবে৷ তিনি বলেন, তাদের কর্মসূচিতে বাধা দেয়া হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷
অন্যদিকে, আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি'কে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, এই কর্মসূচি দেয়া হয়েছে জামায়াত শিবিরকে রক্ষা করতে৷ তিনি বলেন, আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা করলে তা কঠোর হাতে দমন করা হবে৷
আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আগামী ১৮ই ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে৷ সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জামায়াতের মৌলবাদী রাজনীতি চলতে পারে না৷ এদিকে বিএনপি'র অবরোধ কর্মসূচিকে সামনে রেখে সারা দেশে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে৷