বায়ার্ন এখনও টপে
২১ জানুয়ারি ২০১৩বায়ার্ন এখন পয়েন্টের তালিকার শীর্ষে৷ দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেনের চেয়ে ন'পয়েন্টে এগিয়ে৷ ওদিকে গ্রয়থার ফ্যুর্থ সবে ফার্স্ট ডিভিশনে ওঠার পর মরশুমের গোটা প্রথমার্ধে সাকুল্যে ন'টি পয়েন্ট সংগ্রহ করেছে৷ কাজেই গ্রয়থার ফ্যুর্থ পয়েন্টের তালিকায় একেবারে তলানিও বটে৷
নিজেদের মাঠে সেই দীন-হীন গ্রয়থার ফ্যুর্থকে উড়িয়ে দেবার কথা বায়ার্নের, বিশেষ করে প্লেমেকার ফ্রঙ্ক রিবেরি যখন গোলগেটারদের বলের পর বল যুগিয়ে গেছেন পেনাল্টি এরিয়ার ভিতরেই৷ কিন্তু বায়ার্ন যেন সুযোগ নষ্ট করার চ্যাম্পিয়ন৷ মারিও মাঞ্চুকিচ দু'বার বল নেটে না ঢোকালে বায়ার্নের মুখে চুনকালি পড়ত৷ অবশ্য চার সপ্তাহ বড়দিনের বিরতির পর আবার বুন্ডেসলিগা শুরু হয়েছে৷ ওদিকে মাঠের তাপমাত্রা ছিল মাইনাস পাঁচ ডিগ্রি৷ বায়ার্নের হর্তাকর্তারা কম্বলে পা ঢেকে খেলা দেখেছেন৷
অর্থাৎ বায়ার্নকে এবার ক্ষমা করে দেওয়া চলে৷ অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড দেখিয়েছে আগ্রাসী ফুটবল কাকে বলে: ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়েছে৷ তবুও তারা বায়ার্নের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে, তৃতীয় স্থানে৷ ফুটবলে হারজিত তো থাকবেই৷ যেমন সপ্তাহান্তে খোদ বার্সেলোনা হেরেছে রেয়াল সোসিয়েদাদের কাছে ২-৩ গোলে৷
বার্সা যে এখন লা লিগার পয়েন্টের তালিকার শীর্ষে, তা চোখ বুজে বলে দেওয়া যায়, কেননা তাদের একটি ব্রহ্মাস্ত্র আছে, যার নাম লিওনেল মেসি৷ সেই মেসি এই নিয়ে পর পর দশটি লিগ ম্যাচে গোল করলেন, যা কিনা তাঁর আগে একমাত্র রোনাল্ডো করেছিলেন ১৯৯৬-৯৭-এর সিজনে৷ কিন্তু দু'গোলে এগিয়ে থেকেও বার্সার তিন গোলে হার? এমন ঘটনা রোজ ঘটে না৷
ইংল্যান্ডেও ঠিক অঘটন না ঘটলেও, বরফের মধ্যে ফুটবল খেলার বিভ্রাট তো থাকবেই৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টটেনহ্যাম হটস্পারদের সঙ্গে খেলায় এক গোলে এগিয়ে থেকেও বিপক্ষের শেষ মুহূর্তের গোলে ড্র করেছে৷ শুধু ইটালিতে যে দল হালের চ্যাম্পিয়ন এবং পয়েন্টের তালিকার শীর্ষে, সেই ইউভেন্তুস তুরিন নিজেদের নাম রেখেছে উদিনেজেকে ৪-০ গোলে হারিয়ে৷ সেটা কি ইটালিতে ঠাণ্ডা কিছুটা কম বলে?