বার, ক্লাব থেকে দূরে থাকার আহ্বান
২৭ মে ২০২০ক্লাব, বার বা ডিসকোগুলোতে মানুষ খুব কাছাকাছি থাকে, কিংবা একে অন্যের কানের কাছে জোরে জোরে গান গায়, নাচানাচি করে ফলে শরীর ঘমে৷ ঠিক এমন পরস্থিতি থেকেই এর আগে বিভিন্ন দেশে করোনা জীবাণু ব্যাপকভাবে ছড়িয়েছে৷ এগুলোই হলো ভাইরাস হটস্পট, বিশেষ করে করোনা জীবাণু ছড়ানোর ক্ষেত্রে৷
বার এবং ডিসকোতে অ্যালকোহল পানের পর গেস্টদের করোনার ঝুঁকি আরো বেড়ে যায় মাতাল অবস্থায় ভাইরাসের গুরুত্বপূর্ণ বিধি নিষেধগুলো মেনে না চলার কারণে৷ তবে তুলনামূলকভাবে কিন্ডারগার্টেন এবং স্কুলগুলোতে করোনা সংক্রমণ অনেক কম ঝুঁকিপূর্ণ৷
শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যেসব রোগ জীবাণু সংক্রামিত হয় সেসব জীবাণু বার, ক্লাব বা ডিসকোর মতো বন্ধ আবহাওয়ায় ছড়ানো আরো সহজ করে তোলে৷ এমন পরিবেশে নাচার সময় মাস্ক পরলেও তা কোনো কাজে আসবে না৷ করোনার জীবাণু ছড়ানোর ক্ষেত্রে মাস্কের চেয়ে অনেক বেশি জরুরি সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা৷
ডিসকোতে ড্যান্স করা তখনই সম্ভব হবে যখন করোনার ভ্যাকসিন তৈরি হবে, মহামারি থাকবেনা এবং জনগণের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বৃদ্ধি পাবে৷ তাই বার, ক্লাব বা ডিসকোতে যাওয়ার জন্য পার্টি প্রেমিকদেকদের দীর্ঘসময় অপেক্ষা করতে হবে বলে সতর্ক করেন, জার্মান প্রেস এজেন্সির ব্যার্নহার্ড নক্ট ইনস্টিটিউট ফর ট্রপিকাল মেডিসিনের ভাইরাোলজিস্ট ইয়োহান স্মিট চানাসিট৷
এনএস/কেএম (ডিপিএ)