সিলভিও বার্লুসকোনি,
১৮ ডিসেম্বর ২০১২ইউরোপের রাজনীতিতে ‘প্লেবয়' বলতে গেলে এই একজনই, সিলভিও বার্লুসকোনি৷ একের পর এক নারী এসেছে তাঁর জীবনে, ফর্মালি কিংবা ইনফর্মালি৷ বেশিরভাগই তরুণী৷ তাদের একটা গ্রুপও রয়েছে, নাম ‘সিলভিও, উই মিস ইউ'৷ সেই গ্রুপের অন্যতম তন্বী ২৮ বছরের ফ্রাঞ্চেস্কা পাসক্যাল হলেন বার্লুসকোনির নতুন বাগদত্তা৷
রোববার খুশি মনেই এই খবর জানিয়েছেন ইটালির অন্যতম ধনকুবের৷ ইটালির একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘শেষ পর্যন্ত আমার একাকিত্ব কিছুটা ঘুচেছে''৷ উল্লেখ্য, গত ২০০৮ সালে বার্লুসকোনিকে ছেড়ে যান তাঁর দ্বিতীয় স্ত্রী৷
এদিকে, নতুন বাগদত্তার খবরের পাশাপাশি খারাপ সংবাদও রয়েছে বার্লুসকোনির জন্য৷ তাঁর বিরুদ্ধে চলা তথাকথিত ‘‘বুঙ্গা বুঙ্গা ট্রায়াল'' আগামী ফেব্রুয়ারি মাসেই শেষ হতে পারে৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মিদের সঙ্গে সম্পর্ক রাখা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি নানাবিধ অভিযোগ আনা হয়েছে৷
আরআই/ডিজি (এপি, ডিপিএ)