1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে

২৮ জানুয়ারি ২০১২

চলবে ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে ১৯ তারিখ৷ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৮ই ফেব্রুয়ারি৷ ‘‘বার্লিনালে’’-তে এবার আরব বসন্ত থেকে ফুকুশিমা, সব কিছুরই ছোঁয়া পড়বে৷

https://p.dw.com/p/13sJZ
এবারের বার্লিনালের লোগোছবি: Berlinale

বার্লিনে চিরকালই বাস্তববাদী, বাস্তবধর্মী ছবির কদর৷ ৬২তম চলচ্চিত্র উৎসবেও তার কোনো ব্যতিক্রম ঘটবে না৷ সামাজিক আন্দোলন ও রাজনৈতিক চেতনার উন্মেষ৷ ফেস্টিভালে এবার আরব চিত্রনির্মাতাদের বিভিন্ন তথ্যচিত্র ও কাহিনীচিত্র প্রদর্শিত হবে, ফুটে উঠবে ২০১১ সালে আরব দুনিয়া জুড়ে আলোড়ন, উত্থান-পতনের ইতিহাস৷

অপরদিকে থাকবে জাপানে ফুকুশিমা বিপর্যয়ের পর পরিবেশ সংক্রান্ত আরেক ধরণের সামাজিক চেতনার বিকাশ নিয়ে বিভিন্ন  ছবি৷ বার্লিনালে'তে রাজনীতি-ঘেঁষা ছবি প্রদর্শনের ঐতিহ্যের কথা স্মরণ করে ফেস্টিভাল পরিচালক ডিটার কসলিক নিজেই বলেছেন, ‘‘ওটাই আমাদের পক্ষে স্বাভাবিক পথ৷''

সমাজে শিল্পীর স্থান ও ভূমিকা নিয়ে বিতর্কে বার্লিন চিরকালই অগ্রণী৷ গতবছর বার্লিন চলচ্চিত্র উৎসব এক ইরানি চিত্রপরিচালকের স্বদেশে গ্রেপ্তার হওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে৷ তেহরান সরকার জাফর পানাহি'কে বার্লিনে আসতে দেননি, যদিও তাকে বার্লিনালে'র জুরিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল৷ এ'বছর চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়ে ওয়ে সংক্রান্ত একটি তথ্যচিত্রকে নিয়ে অনুরূপ ঝড় উঠতে পারে৷

অপরদিকে ‘‘দ্য আয়রন লেডি'' খ্যাত মেরিস স্ট্রিপ স্বয়ং আসছেন একটি লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড নিতে৷ বার্লিনালে'র সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন বেয়ার' বা স্বর্ণভল্লুকের জন্য প্রতিযোগিতায় নামছে ১৭টি ছবি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য