বার্লিনে হামলা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের ‘মারাত্মক’ ভুল
১০ আগস্ট ২০২১বার্লিন রাজ্য সংসদের একটি বিশেষ কমিটি ২০১৬ সালের ডিসেম্বরে ক্রিসমাস মার্কেটে হামলার বিষয়ে সোমবার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে৷
জার্মানির রাজধানীর ব্রাইটসাইটপ্লাৎস মার্কেটে সেই হামলা এখন অবধি জার্মানিতে উগ্র ইসলামপন্থিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সবচেয়ে বড় ঘটনা৷ আনিস আমরি নামের হামলাকারী একটি ট্রাক নিয়ে ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়লে ১২ ব্যক্তি নিহত হন৷ পালানোর চেষ্টাকালে ইটালি পুলিশের গুলিতে নিহত হয় সেই হামলাকারী৷
টিউনিশিয়ার নাগরিক ২৪ বছর বছর বয়সি আমরি ছোটখাট মাদক কারবারি ছিল এবং জার্মানিতে তার আশ্রয়ের আবেদন বাতিল হয়েছিল৷ বার্লিনে হামলার আগে থেকেই পুলিশ তার কথা জানতো এবং নিরাপত্তা কর্তৃপক্ষ তার গতিবিধির দিকে নজর রেখেছিল৷
সংসদীয় কমিটির প্রতিবেদনে ১,২০০-র বেশি নথি এবং ৯২ স্বাক্ষীর বক্তব্য ব্যবহার করা হয়েছে৷ আমরির এই হামলার আগে নিরাপত্তা কর্তৃপক্ষের কর্মকাণ্ডে মারাত্মক ভুল ছিল বলে তদন্ত কমিটি মনে করছে, লিখেছে বার্লিনের টাগেসস্পিগেল পত্রিকা৷
‘‘এসব ভুল আর ব্যর্থতার কারণে হামলাটি সম্ভব হয়েছে এবং প্রকারান্তরে সহজতর হয়েছে,'' জানাচ্ছে তদন্ত প্রতিবেদন৷
কর্তৃপক্ষের ভুলগুলোর মধ্যে কর্মীস্বল্পতা, শহরের বিভিন্ন দপ্তরের মধ্যে অপর্যাপ্ত তথ্য বিনিময় এবং আমরির আচরণ সম্পর্কে ভুল মূল্যায়ন রয়েছে বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি৷
নিরাপত্তা কর্তৃপক্ষ মনে করেছিল মাদক বিক্রি করা একজন ব্যক্তি একইসঙ্গে নিজেকে সালাফিস্ট গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে মৌলবাদী করে তুলতে পারে না৷
প্রতিবেদনে আমলাতান্ত্রিক ব্যর্থতার ওপরও জোর দেয়া হয়েছে৷ অনুসন্ধানকারীরা জানতে পেরেছেন যে, তথ্য বিনিময়েরক্ষেত্রে বিচার দপ্তর এবং নিরাপত্তা দপ্তর ঠিকভাবে সমন্বয় করেনি৷
এআই/এসিবি (ডিপিএ, এএফপি)