1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে বিস্ফোরণ, আহত দুই পুলিশ অফিসার

৩ জানুয়ারি ২০২৫

উত্তর বার্লিনে এই ঘটনা ঘটেছে। পেট্রোলিংয়ের সময় আচমকাই একটি ফেন্সের ধারে বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে।

https://p.dw.com/p/4omJR
জার্মানিতে বর্ষবরণের উৎসব
জার্মানিতে বিস্ফোরণছবি: Polizei Berlin/X

উত্তর বার্লিনের পুলিশ ভবনের পাশেই এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। দুজন পুলিশ অফিসারের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার মুখে আঘাত লেগেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, রুটিন পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন ওই দুই অফিসার। আচমকাই একটি ফেন্সের ধারে বিস্ফোরণ হয়। কিছু বুঝে ওঠার আগেই দুই অফিসার আহত হন।

রাত আটটা ২০ নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার উল্লেখ করে পুলিশের সমাজমাধ্যমে একটি পোস্টও করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, একজন অফিসারের অবস্থা আশঙ্কাজনক। তার মুখে আঘাত লেগেছে। চিকিৎসা চলছে। অন্য অফিসারের কানে সমস্যা হচ্ছে। তিনি কিছু শুনতে পাচ্ছেন না।

কিন্তু কীভাবে এই বিস্ফোরণ হলো, কীসের থেকে বিস্ফোরণ হলো, এবিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বর্ষবরণের বাজি থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। বস্তুত, বুধবার রাত থেকে গোটা জার্মানিতে অন্তত ৩০ জন পুলিশ আতসবাজিতে আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজন দমকলকর্মীও আতসবাজিতে গুরুতর আহত হয়েছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)