1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে ‘বাংলাদেশি কুইজিন’ উৎসব

২২ জুন ২০১১

বাংলাদেশি খাদ্য-সংস্কৃতির আলাদা পরিচয় আছে অবশ্যই৷ অঞ্চলভিত্তিক তো বটেই, রাষ্ট্রিক-সামাজিক ক্ষেত্রেও৷ বাংলাদেশের নানা সুস্বাদু খাদ্যাদির সঙ্গে জার্মানিসহ ইউরোপের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই সম্প্রতি এ উৎসব অনুষ্ঠিত হল৷

https://p.dw.com/p/11h4n
Indisches Curry
বাংলাদেশের নানা সুস্বাদু খাদ্যাদিছবি: AP

খাই খাই কর কেন, এস বস আহারে –

খাওয়ার আজব খাওয়া, ভোজ কয় যাহারে৷

যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,

জড়ো করে আনি সব, থাক সেই আশাতে৷

ডাল ভাত তরকারি ফলমূল শস্য,

আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,

রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,

ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি৷

বাঙালির খাওয়া কত প্রকার ও কী কী, গত শতকের বিশ দশকে সুকুমার রায় লিখেছেন তাঁর ‘খাই খাই' ছড়ায়৷

বলা হয়, খাদ্যসংস্কৃতির তালিকায় চীন পয়লা৷ এই তথ্য সঠিক নয়৷ ভারতই প্রথম৷ ভারতের নানা প্রদেশের খাদ্যসংস্কৃতি যদি তালিকাভুক্ত করা যায়, ভারতীয় খাদ্য নামে, দেখা যাবে, হিসেবে কুলকিনারা পাওয়া দুস্কর৷

Indian Sikh devotees eat Langer (holy food) in Gurudwara on the occasion of the 341st birth anniversary of the Sikh Guru Sri Guru Gobind Singh, in the Northern Indian city of Jammu, the winter capital of Kashmir on Friday, 05 January 2007. Guru Gobind Singh was the tenth and last of the ten Gurus (masters) of Sikhs. EPA/JAIPAL SINGH +++(c) dpa - Report+++
খাই খাই কর কেন, এস বস আহারে – এ যেন এক ভুড়িভোজছবি: picture alliance/dpa

ইউরোপসহ পশ্চিমাদেশে ভারতীয় খাবার বলতে আসলে উত্তর ভারতের তথা মোঘলাই খাবারের আধিক্য৷ রুটি-মাংসের কদর বেশি৷ তেল, মসল্লাপাতি অধিক৷

কথায় বলে, ভাতেমাছে বাঙালি৷ মাছের আকালে এই প্রবাদ এখন শুধুই কেতাবে৷ একদা কতরকম মাছ ছিলো বাংলাদেশে৷ কতরকম বাহারি রান্না৷ ইলিশেরই ৮ রকম রন্ধনপ্রণালী৷ পাকা-চিতলের কোফতা বা মুঠি এখন দিবাস্বপ্ন৷

ব্রিটেনে ভারতীয় রেস্তরাঁর ৯০ ভাগ মালিক, পাচক বাংলাদেশের৷ ইউরোপের অন্যান্য দেশে সেই তুলনায় কম৷ বাংলাদেশি রেস্তরাঁ বললে কোনো খাদক আসবে না৷ খাবে না৷ রেস্তরাঁর নাম যাই হোক, খাদ্য তালিকায় লিখতেই হবে ভারতীয় খাবার৷ এহ বাহ্য৷ রেস্তরাঁর সাইনবোর্ডে ভারতীয় রেস্তরাঁ না লিখলে খাদক আকৃষ্ট হবে না৷ তা খাবার যতই সুস্বাদু হোক না কেন৷

Typische Gewürze für Garam masala – im Uhrzeigersinn von oben links: Kreuzkümmel Koriander gemahlene Muskatblüte schwarzer Pfeffer Kardamomkapseln Gewürznelken gemahlene, fertige Mischung In der Mitte: Zimtstangen Lorbeerblatt Beschreibung Spice mixture Indian Garam Masala Datum 13. Januar 2008 Urheber Holger Casselmann ------ Diese Datei wurde unter der GNU-Lizenz für freie Dokumentation veröffentlicht. Es ist erlaubt, die Datei unter den Bedingungen der GNU-Lizenz für freie Dokumentation, Version 1.2 oder einer späteren Version, veröffentlicht von der Free Software Foundation, zu kopieren, zu verbreiten und/oder zu modifizieren. Es gibt keine unveränderlichen Abschnitte, keinen vorderen Umschlagtext und keinen hinteren Umschlagtext.
বাঙালি রান্নায় প্রয়োজন বিশেষ মসল্লাপাতিছবি: Holger Casselmann

--- এই ট্যাবু ভাঙার জন্যেই, বার্লিনের বাংলাদেশ দূতাবাস, ঢাকার পাঁচ তারকাখচিত হোটেল থেকে পাচক এনে, বাংলাদেশি খাদ্যসংস্কৃতির উৎসব আয়োজন করে বার্লিনের একটি ৫-তারা হোটেলে৷ ৯ দিনব্যাপী উৎসবে গ্রাহক অথবা খাদক জার্মানসহ ইউরোপের নানা দেশের মানুষ৷

বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, উৎসবে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে৷ খাদকরা বাংলাদেশের কুইজিনে তুমুল আগ্রহী৷ এরকম উৎসব পূর্ব এবং পশ্চিম ইউরোপের আরো কয়েকটি শহরে করা হবে৷ তুলে ধরা হবে বাংলাদেশের খাদ্যসংস্কৃতি৷

প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী