তাহরির চত্বর আন্দোলনের জয়
১৬ ফেব্রুয়ারি ২০১৪শনিবার বার্লিন চলচ্চিত্র উৎসব বার্লিনালেতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিল্ম প্রাইজ জিতে নেয় ‘আল মিদান' নামের একটি ডকুমেন্টারি, যার ইংরেজি নাম ‘দ্য স্কয়ার'৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০০৫ সাল থেকে মানবাধিকার বিষয়ে নির্মিত বিভিন্ন ছবির মধ্য থেকে সেরা হিসেবে একটিকে বেছে নেয়৷
এর আগে সানড্যান্স ফিল্ম ফ্যাস্টিভ্যাল, টরোন্টো ফিল্ম ফ্যাস্টিভ্যালসহ আরো কয়েক জায়গায় প্রশংসিত হয়েছে আল মিদান৷ এমনকি চলতি বছর অস্কারের বেস্ট ডকুমেন্টারি ফিচার বিভাগের জন্য মনোনীত হয়েছে তথ্যচিত্রটি৷ এ কারণে পুরস্কার নিতে শনিবার বার্লিনে উপস্থিত থাকতে পারেননি ছবির পরিচালক জেহান নুজাইম৷ তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন৷ আগামী মাসের ২ তারিখ অস্কার বিজয়ীর নাম জানা যাবে৷
আহমেদ, খালেদ ও মাগদি নামের তিন মিশরীয় তরুণের আন্দোলনে অংশ নেয়ার বাস্তব চিত্র ফুটে উঠেছে তথ্যচিত্রে৷ ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ধর্মীয় ও সামাজিকভাবে ভিন্নভাবে বেড়ে ওঠা এই তরুণের পেছনে ক্যামেরা নিয়ে ছুটেছেন নুজাইম৷ ফলে আন্দোলনের ধরন অনুযায়ী কখনো আনন্দ, কখনোবা দুঃখের এক বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি৷
আল মিদানকে নির্বাচন করার পেছনে এটি একটি বড় কারণ বলে উল্লেখ করেছেন জুরিমণ্ডলী৷ তারা বলেন, ছবির ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজের প্রতিই তারা বেশি আকৃষ্ট হয়েছেন৷
শনিবার যে অনুষ্ঠানে আল মিদানকে পুরস্কার দেয়া হয়, সেই একই মঞ্চে এশীয় ছবির প্রতিও সম্মান জানান বার্লিনালের আয়োজকরা৷ ‘এ ড্রিম অফ আয়রন' এবং ‘নন ফিকশন ডায়েরি ' নামের দুটো ছবি এবার বার্লিনালের ন্যাটপ্যাক পুরস্কার জিতেছে৷