বার্লিনে ‘ট্রাক হামলা’
১৯ ডিসেম্বর ২০১৬আসন্ন বড় দিন উপলক্ষ্যে জার্মানির অন্য সব শহরের মতো রাজধানী বার্লিনও এখন উৎসবমুখর৷ তবে উৎসবের আনন্দের মাঝেই সোমবার নগরীর ব্রাইটশাইড প্লাৎস স্কয়ারের ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়ে ট্রাক৷ ট্রাক চাপায় অনেকে আহত হন৷ এ পর্যন্ত ১২ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে৷ ট্রাকের চালক প্রথমে পালিয়ে গেলেও পুলিশ তাকে আটক করেছে৷
ঘটনার কিছুক্ষণের মধ্যেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ৷ ট্রাক হামলার খবর পুলিশ কর্তৃপক্ষ নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েও দেয় সবাইকে৷
আতঙ্কিত না হয়ে সবাইকে রাস্তায় না বেরোনোর পরামর্শও দেয়া হয়৷ জার্মান সংবাদ মাধ্যম জানাচ্ছে, ট্রাকটি নিয়ে চালক ক্রিস্টমাস মার্কেটের প্রায় আশি মিটার ভিতরে ঢুকে পড়ে৷
ফলে ট্রাকের যাত্রাপথে যারা পড়েছেন, তাদের প্রত্যেকেই আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ইতিমধ্যে ১২ জন মারা গেলেও বাকিদের মধ্যে কয়জন গুরুতর আহত তা এখনো জানা যায়নি৷
ঘটনাস্থলের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার না করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে পুলিশ৷
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ট্রাকে উপস্থিত এক ব্যক্তি নিহত হলেও চালক পালিয়ে গিয়েছিল৷ তবে পরে পুলিশ তাকে আটক করেছে৷ জানা গেছে, উৎসবের আনন্দে মৃত্যুর আতঙ্ক হয়ে ঢুকে পড়া ট্রাকটির লাইসেন্স প্লেট পোল্যান্ডের৷ চালকের পরিচয় এখনো পুলিশ প্রকাশ করেনি৷
ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে চ্যান্সেলর ম্যার্কেলকে ঘটনা সম্পর্কে জানিয়েছে৷ ম্যার্কেল সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট টুইটারে লিখেছেন, ‘‘নিহতদের জন্য আমরা শোকাহত৷ আশা করছি যাঁরা আহত হয়েছেন, তাঁদের রক্ষা করা যাবে৷’’
এদিকে বার্লিনের মেয়র মিশেল ম্যুলার দাবি করেছেন, ‘‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷’’
আকস্মিক এ ঘটনার বিস্তারিত জানতে সবাইকে আরো কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে৷ আজ জার্মানির স্থানীয় সময় দুপুর একটায় সংবাদ সম্মেলন করবে পুলিশ৷ তদন্তে প্রাপ্ত তথ্য তখনই জানানো হবে৷
এসিবি/ ডিজি (ডিপিএ, রয়টার্স, এপি, এএফপি)