বার্লিনে এসে জার্মান শিখতে চেয়েছিলেন শাহরুখ
২৩ ফেব্রুয়ারি ২০১০পর্দায় তিনি সুপারস্টার৷ একাই দশটা গুন্ডাকে ঠেঙিয়ে ঢিট করতে ওস্তাদ৷ গান গেয়ে, নেচে, নায়িকার মন গলাতে দড়৷ অ্যাকশন সিনেও বেশ স্বচ্ছন্দ৷ ইমোশনেও দশে দশ৷ এতসব গুণ থাকলেও একটা জায়গায় কিন্তু সুপারস্টার বেশ কাত৷ ভাষা শিখতে লাখোঁ দিলোঁকা ধড়কন সুপারস্টার শাহরুখ খান মোটেই পারদর্শী নন৷ তাঁর নাকি অবাকই লাগে সেইসব লোকের দক্ষতা দেখে, যারা কিনা ঝটপট ভাষা শিখে ফেলে কিংবা যেকোন নতুন ভাষায় একটু আধটু কথাবার্তা চালাতে যারা ওস্তাদ৷
হিরো সেটা স্বীকারও করেছেন৷ স্বীকার করেছেন জার্মানিতে এসে জার্মান শিখতে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তবেই৷ জার্মানিতে শাহরুখের বহু বহু ফ্যান৷ বার্লিনালেতে এবার দেখা গেছে মাইনাস তাপমাত্রাতেও শাহরুখ ফ্যানেরা তাঁর জন্য আকুল হয়ে পথে নেমে অপেক্ষা করেছে গুরুকে একবার চোখের দেখা দেখতে৷ বার্লিনালে কর্তৃপক্ষও স্বীকার করেছে এমন ফ্যানোন্মাদনা আগে আর কোন হিরোকে ঘিরে দেখা যায়নি৷ মানে ষাট বছরের বার্লিনালেতে শাহরুখের ফ্যান ফলোয়িংটাও একটা রেকর্ড৷
তো, এতশত ফ্যান দেখেটেখে শাহরুখ তাই একটু জার্মান শেখার চেষ্টা করতে গিয়েছিলেন বার্লিনে৷ কিন্তু, একেবারে পপাত চ মমার চ অবস্থা৷ মানে শুরুতেই রণেভঙ্গ৷ তারপর তাঁর ওই স্বীকারোক্তি, ভাষা শেখায় নিজের অক্ষমতা নিয়ে৷
তবে শাহরুখের নতুন ছবি এমএনআইকে মানে ‘মাই নেম ইজ খান' ইংল্যন্ডে এমন ব্যবসা করেছে যে তাক লেগে গেছে সকলেরই৷ বক্স অফিস বলছে, এত বছর ধরে কোন বলিউড ফিল্ম সেদেশে এতখানি ব্যবসা করতে পারেনি৷ এখানেও একখানা রেকর্ড৷ সুপারস্টারের সময়টা এখন সত্যিই ভালো যাচ্ছে৷ যেখানে পড়ছে শাহরুখের হাত, সেখানেই ফলে উঠছে সোনা৷
পরিচালক করণ জোহর নিশ্চয়ই খুশি!
প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা- আরাফাতুল ইসলাম