বার্লিনের কাছেই গিগা ফ্যাক্টরি খুললো টেসলা
২৩ মার্চ ২০২২জার্মানির রাজধানী বার্লিনের নতুন বিমানবন্দর তৈরি করতে প্রায় ১৪ বছর সময় লেগেছিল৷ লাল ফিতের ফাঁস ও দক্ষতার অভাবের সেই অপবাদ ঘুঁচিয়ে মাত্র দুই বছরের মধ্যে বার্লিনের কাছেই কারখানা গড়ে তুললো ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি কোম্পানি টেসলা৷ ইউরোপে কোম্পানির সবচেয়ে বড় ‘গিগাফ্যাক্টরি’ নির্মাণের এই সাফল্য জার্মানির অনুন্নত পূর্বাঞ্চলে আরও বিনিয়োগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে৷
শিল্পপতি হিসেবে ইলন মাস্কের খামখেয়ালিপনা ও বিতর্কিত আচরণ কারো অজানা নয়৷ সম্প্রতি তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে টুইট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন৷ বড় ঝুঁকি নিতেও পিছপা হন না মানুষটি৷ তাই বার্লিনের কাছে জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যে গ্র্যুনহাইডে এলাকায় টেসলা গাড়ির কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি এমনকি সরকারি ছাড়পত্রের জন্য অপেক্ষা না করেই জমির উপর কারখানা নির্মাণের কাজ শুরু করে দিয়েছিলেন৷
ব্রান্ডেনবুর্গ রাজ্য সরকারও আইনি সীমার মধ্যে তাঁর যথেষ্ট সহায়তা করেছিল৷ সেই অভিনব সহযোগিতার ফলে রেকর্ড দুই বছরের মধ্যে কারখানা গড়ে ৩০টি টেসলা গাড়ি উৎপাদন করে দেখালো ইলন মাস্কের কোম্পানি৷ আরও আট মাস আগে উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা স্থির করেও অবশ্য বাস্তবে তা সম্ভব হয় নি৷ যাই হোক মঙ্গলবার যথেষ্ট আড়ম্বরের সঙ্গে সেই ‘মেড ইন জার্মানি’ গাড়িগুলি মালিক ও তাঁদের পরিবারের হাতে তুলে দিলেন স্বয়ং মাস্ক৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও ভাইস চ্যান্সেলর রোব্যার্ট হাবেকের উপস্থিতিতে নেচে-গেয়ে, মস্করা করে তিনি কারখানার উদ্বোধন অনুষ্ঠান মাতিয়ে রাখলেন৷ জার্মান ভাষায় লেখা এক টুইট বার্তায় তিনি জার্মানিকে তিনি ধন্যবাদ জানান৷
চ্যান্সেলর শলৎস জার্মানির পূর্বাঞ্চলে এমন বিশাল বিনিয়োগের সাফল্যে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন৷ তিনি এই কারখানাকে গাড়ি শিল্পের ভবিষ্যৎ দিশা হিসেবে তুলে ধরেন৷ বিশেষ করে প্রায় ১২,০০০ মানুষের কর্মসংস্থানের প্রেক্ষিতে ফেডারেল ও রাজ্য সরকার অত্যন্ত সন্তুষ্ট৷ এখনো পর্যন্ত প্রায় ৩,৫০০ কর্মী কারখানায় কাজ শুরু করেছেন৷ পূর্ণ ক্ষমতা অর্জিত হলে বছরে পাঁচ লাখ টেসলা গাড়ি উৎপাদিত হবার কথা৷ ২০২৫ সালের মধ্যে সেটা সম্ভব হবে বলে জেপি মর্গান কোম্পানি পূর্বাভাস দিচ্ছে৷
জার্মানিতে টেসলা কোম্পানির এই প্রকল্পকে ঘিরে বিতর্কও কম নেই৷ বিশেষ করে পরিবেশের উপর কারখানার দীর্ঘমেয়াদী কুপ্রভাব নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলে আসছে৷ গাড়ি ও ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় বিশাল পরিমাণ পানির সরবরাহের ফলে ব্রান্ডেনবুর্গ রাজ্যের শুষ্ক পরিবেশের উপর আরও চাপ বাড়বে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন৷ ফলে ভবিষ্যতধর্মী ব্যাটারিচালিত এই গাড়ির জীবাশ্মভিত্তিক জ্বালানির প্রয়োজন না হলেও সেটি নির্মাণের সময়ে পরিবেশের ক্ষতি নিয়ে বিতর্ক দূর হচ্ছে না৷
এসবি/এসিবি (রয়টার্স, এপি)
গত জুনের ছবিঘরটি দেখুন...