বার্লিনালে: রেড কার্পেটে গ্ল্যামার আর রাজনীতি
৭৩তম বার্লিন চলচ্চিত্র উৎসব বার্লিনালের অন্যতম আকর্ষণ ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউটুর গায়ক বোনো ও পরিচালক স্টিভেন স্পিলবার্গ৷ রেড কার্পেটে ছিল তারকার মিছিল৷
স্পিলবার্গকে গোল্ডেন বেয়ারের সম্মাননা
নন্দিত চিত্রপরিচালক স্টিভেন স্পিলবার্গকে সম্মানসূচক গোল্ডেন বেয়ার পুরস্কার দেয়া হয়েছে বার্লিনালেতে৷ হলিউডে পরিচালক-প্রযোজক হিসেবে চলচ্চিত্র শিল্পে তার অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবনের এই সম্মাননা দেয়া হয় তাকে৷
হেলেন মিরেনের ঝলক
২০ ফেব্রুয়ারি চলচ্চিত্র ‘গোল্ডা’র প্রিমিয়ারে উপস্থিত হন ইংলিশ তারকা অভিনেত্রী ডেম হেলেন মিরেন৷ এ চলচ্চিত্রে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়েরের ভূমিকায় অভিনয় করেন৷ একজন ইহুদির ভূমিকায় একজন অ-ইহুদি কেমন করে অভিনয় করছেন ছবিটি মুক্তির আগেই এ নিয়ে সমালোচনা হচ্ছিল৷
ইউটুর বোনো ও সারায়েভোর পতন
বিখ্যাত আইরিশ ব্যান্ড ‘ইউটু’র বোনো উপস্থিত ছিলেন ‘কিস দ্য ফিউচার’ তথ্যচিত্রের প্রিমিয়ারে৷ তথ্যচিত্রটি নব্বইয়ের দশকে বসনিয়া যুদ্ধে সারায়েভোর মানুষদের দুর্দশা নিয়ে বিশ্বের নজর কাঁড়তে ইউটুর প্রচারণামূলক কনসার্টের ওপর ভিত্তি করে নির্মিত৷ যুদ্ধশেষে সারায়েভোতে প্রথম কনসার্টটি করে ইউটু, যেখানে ৪৫,০০০ মানুষ উপস্থিত ছিলেন৷
স্পটলাইটে কারামুক্ত বরিস বেকার
১৯ ফেব্রুয়ারি প্রিমিয়ার হয় ‘বুম! বুম! দ্য ওয়ার্ল্ড ভার্সাস বরিস বেকার’ তথ্যচিত্রের৷ কর ফাঁকির অভিযোগে জার্মানির সাবেক টেনিস তারকা যুক্তরাজ্যের কারাগারে আট মাস আটক থাকার পর দেশে ফেরেন৷ তাকে নিয়ে তৈরি এই তথ্যচিত্রের প্রিমিয়ারে তিনি বলেন, ‘‘আমি এখন পৃথিবীকে ভিন্ন নজরে দেখি৷ আমি জীবনকে নতুনভাবে সাজাতে পেরেছি৷ আমি আশা করি ছবিটি দর্শকদের এমন কিছু জানাতে পারবে, যা আগে তারা অত একটা জানতেন না৷’’
গালার উদ্বোধন করেন জেলেনস্কি
এর আগে ১৬ ফেব্রুয়ারি গালা উদ্বোধন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন এবং ইউক্রেনের মানুষদের প্রতি সমর্থন দেবার জন্য চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ জানান৷ উৎসবে অনেকগুলো ইউক্রেনীয় চলচ্চিত্রের জায়গাই শুধু হয়নি, অফিসিয়াল ব্যাজের রঙও ছিল দেশটির পতাকার আদলে৷
ইউক্রেনের সুপার পাওয়ার ও শন পেনের সমর্থন
অভিনেতা-পরিচালক শন পেন জেলেনস্কির ভিডিও বার্তা উপস্থাপন করেন৷ একদিন পর নিজের তথ্যচিত্র ‘সুপারপাওয়ার’-এর প্রিমিয়ারে আসেন তিনি৷ এই তথ্যচিত্র ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে৷
ক্রিস্টেন স্টুয়ার্ট: বার্লিনালের তরুণতম জুরি প্রেসিডেন্ট
টয়লাইট সিরিজের অ্যামেরিকান তারকা ৩২ বছর বয়সি ক্রিস্টেন স্টুয়ার্ট ছিলেন সর্বকনিষ্ঠ জুরি প্রেসিডেন্ট৷
ড্রিঙ্কলেজের অনুপ্রেরণা
অ্যামেরিকান অভিনেতা ‘গেম অফ থ্রোনস’ তারকা পিটার ড্রিঙ্কলেজের জন্যও ছিল রেড কার্পেট৷ বার্লিনালের উদ্বোধনী চলচ্চিত্র ‘শি কেম টু মি’-তে তিনি একজন অপেরা কম্পোজারের ভূমিকায় অভিনয় করেন৷
হ্যাথাওয়ের হৃদয়
অ্যান হ্যাথাওয়ে উদ্বোধনী চলচ্চিত্র ‘শি কেম টু মি’-তে মিউজিক কম্পোজারের মনোচিকিৎসকের ভূমিকায় অভিনয় করেন৷ তিনিও মাতিয়েছেন রেড কার্পেট৷
গোলশিফেহ ফারাহানির প্রতীকী শহর
প্রযোজক রিডলি স্কটের চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয়ের কারণে দেশছাড়া হতে বাধ্য হন ইরানি অভিনেত্রী গোলশিফেহ ফারাহানি৷ তিনি এখন ফ্রান্সে থাকেন৷ আন্তর্জাতিক জুরির অংশ হিসেবে তিনি বার্লিনে আসেন৷ ফারাহানি বলেন, ‘‘বার্লিন আগমন আমার জন্য প্রতীকী৷ এই শহর সমতা, স্বাধীনতার জন্য দেয়াল ভেঙেছে৷’’
কত রকমের চলচ্চিত্র
১৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বার্লিনালেতে ৬৭ দেশের ৩০০ চলচ্চিত্র অংশ নিচ্ছে৷ এর ৩৮.৭ শতাংশ নারী পরিচালকদের এবং ৪.১ শতাংশের নির্মাতা নারী-পুরুষ ছাড়া ভিন্ন লিঙ্গের মানুষ৷