সত্যজিৎ রায়ের ‘নায়ক’
৬ ফেব্রুয়ারি ২০১৪উৎসবের সেরা পুরস্কার ‘গোল্ডেন বেয়ার'-এর জন্য এবার লড়ছে ২০টি ছায়াছবি৷ এর মধ্যে থাকা এশিয়ার চারটি ফিল্মের তিনটিই চীনা পরিচালকদের নির্মিত৷ ছবিগুলো হচ্ছে ‘ব্ল্যাক কোল, থিন আইস', ‘নো ম্যানস ল্যান্ড' এবং ‘ব্লাইন্ড ম্যাসেজ'৷ ১৫ ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষিত হবে৷
মোট ১১দিনের এই উৎসবে বার্লিনের বিভিন্ন জায়গায় প্রায় চারশোটি ছবি প্রদর্শিত হবে৷
এবারের উৎসবে অতিথি হয়ে আসবেন ‘দ্য ডিসেন্ডেন্টস' খ্যাত হলিউড তারকা জর্জ ক্লুনি৷ তাঁর পরিচালিত ও অভিনীত ‘দ্য মনুমেন্টস মেন' ছবিটি বার্লিনালেতে দেখানো হবে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি হামলার হাত থেকে মূল্যবান শিল্পকর্ম বাঁচাতে একদল বিশেষজ্ঞের প্রচেষ্টা নিয়ে ছবিটি তৈরি হয়েছে৷
বার্লিনালেতে সত্যজিৎ
১৯৬৬ সালের বার্লিনালেতে সত্যজিৎ রায়ের ‘নায়ক' ছবিটি দেখানো হয়েছিল৷ উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবির জন্য সত্যজিৎকে সেসময় ‘বিশেষ স্বীকৃতি'-ও দিয়েছিল উৎসব কর্তৃপক্ষ৷ চলচ্চিত্রটি আবার নতুন করে ‘ডিজিটালাইজড' করা হয়েছে৷ বার্লিনালেতে সেটারই প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায়৷
হাজারীবাগের ট্যানারি
বার্লিনালেতে এবার থাকছে ঢাকার হাজারীবাগও৷ ক্যানাডিয়ান পরিচালক জেনিফার বেইচওয়াল আর এডোয়ার্ড বার্টিনিস্কি নির্মিত ‘ওয়াটারমার্ক' তথ্যচিত্রে দশটি দেশের ২০টি স্থানের ছবি স্থান পেয়েছে৷ এর মধ্যে আছে হাজারীবাগ৷ সেখানকার ট্যানারির কারণে নদীর পানি বিষাক্ত হয়ে ওঠার কাহিনি বলা হয়েছে এই ডকুমেন্টারিতে৷
জেডএইচ/ডিজি (এএফপি, ইন্টারনেট)