বার্লিনালেতে শরণার্থী সংকটের জয়জয়কার
শেষ হলো বার্লিনালে৷ চলমান রাজনীতির মতো এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবেও প্রভাব রেখেছে শরণার্থী সংকট৷ সেরা ছবির ‘গোল্ডেন বেয়ার’সহ বেশ কিছু পুরস্কার পেয়েছে শরণার্থী বিষয়ক চলচ্চিত্র বা তথ্যচিত্র৷
সেরা ছবি ফুয়োকোআমারে
হ্যাঁ, এবারের আসরে ‘অ্যালোন ইন বার্লিন’সহ কয়েকটি ছবি খুব আলোচনায় থাকলেও, শেষ পর্যন্ত গোল্ডেন বেয়ার জিতেছে ইটালির ছবি ‘ফুয়োকোআমারে’৷ পরিচালক জানফ্রাংকো রসি ছবিতে মূলত ইটালির ছোট্ট দ্বীপ লাম্পেডুসায় অবস্থানরত শরণার্থীদের জীবন এবং স্থানীয় ইটালিয়ানদের জীবনে তাদের প্রভাবের বিষয়টিই ফুটিয়ে তুলেছেন৷
আরো শরণার্থী
দু’টো শরণার্থী বিষয়ক তথ্যচিত্রও পুরস্কৃত হয়েছে৷ তথ্যচিত্র ক্যাটাগরিতে ‘সিলভার বেয়ার’ জিতেছে মাহদি ফ্লেইফেল পরিচালিত ‘আ ম্যান রিটার্নড’ (ওপরের ছবি)৷ লেবাননের সবচেয়ে বড় শরণার্থী শিবির দেখানো হয়েছে এ ছবিতে৷ অন্যদিকে তাইওয়ানের অভিবাসী পরিবারের কাহিনি তুলে ধরা ‘অ্যাংকরেজ প্রহিবিটেড’ এবং পর্তুগালের ‘বাত্রাচিয়ান’স ব্যালেড’ জিতেছে অন্য দু’টি গুরুত্বপূর্ণ পুরস্কার৷
বসনিয়ার জয়
আসরের দ্বিতীয় সেরা সম্মানজনক পুরস্কার ‘গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড’ জিতেছে বসনিয়ার ছবি ‘ডেথ ইন সারায়েভো’৷ ছবিতে বলকান যুদ্ধের কিছু বিষয় তুলে ধরেছেন পরিচালক ডেনিস টানোভিচ৷
সেরা অভিনেত্রী ট্রিন ডুরহোম
অনেকেরই নজর ছিল এমা থম্পসন, ইউলিয়া ইয়েঞ্চ এবং অন্য কয়েকজনের দিকে৷ কিন্তু শেষ পর্যন্ত এবারের বার্লেনালের সেরা অভিনেত্রী হয়েছেন ডেনিশ পরিচালক টোমাস ভিন্টারব্যার্গের ছবি ‘কালেকটিভেট’-এ অনবদ্য অভিনয় করা ট্রিন ডুরহোম৷ আসরের সেরা অভিনেত্রী হিসেবে সিলভার বেয়ার জিতেছেন তিনি৷
সেরা অভিনেতা মাজিদ মাস্তুরা
সেরা অভিনেতার সিলভার বেয়ার জিতেছেন টিউনিসিয়ার ছবি ‘ইনহেবেক হেডি’-র মুখ্য অভিনেতা মাজিদ মাস্তুরা৷ গত দু’দশকে এই প্রথম বার্লিনালেতে অংশ নিলো টিউনিসীয় কোনো ছবি৷
সেরা পরিচালক মিয়া হ্যানসেন-লাভ
‘লা’ভেনির’ বা ‘থিঙ্গস টু কাম’ ছবির জন্য সেরা পরিচালকের সিলভার বেয়ার জিতেছেন ফরাসি পরিচালক মিয়া হ্যানসেন-লাভ৷