বাবা বাঙালি, মা ভারতীয়, ছেলের বিশ্বজয়
৩০ সেপ্টেম্বর ২০১০যাই হোক, এবার তাঁর বিশ্বজয়ের কথায় আসি৷ সালমানের একটি ওয়েবসাইট রয়েছে যার ঠিকানা www.khanacademy.org৷ এই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন সমস্যার সহজ সমাধান৷ এবং সেটা ভিডিও আকারে৷ সালমান নিজেই তৈরি করেছেন এগুলো৷ এর ফলে স্কুল কলেজের শিক্ষার্থীরা খুব সহজেই জটিল সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সেটা শিখতে পারছে৷ অর্থাৎ বিশ্বব্যাপী শিক্ষা প্রসারে সরাসরি ভূমিকা রাখছেন সালমান৷
সার্চ ইঞ্জিন গুগল মনে করছে এভাবে হয়তো একদিন পৃথিবীটাই বদলে দিতে পারেন সালমান৷ তবে শুধু চিন্তা করেই ক্ষান্ত হয়নি গুগল, সালমানের ইচ্ছেটা আরও এগিয়ে নিতে দুই মিলিয়ন ডলার দিয়েছে তাঁকে৷ তবে এই অর্থ দেয়াটা ছিল গুগল আয়োজিত একটা প্রতিযোগিতার অংশ৷ যার নাম ‘প্রজেক্ট টেন-টু-দ্য-ওয়ান-হানড্রেডথ'৷
প্রতিযোগিতার শুরু ২০০৮ সালে৷ উদ্দেশ্য ছিল, এর মাধ্যমে পৃথিবীকে বদলে দেয়ার মতো পাঁচটি আইডিয়া বা পরিকল্পনা বের করা৷ প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত ছিল৷ তাই সারা বিশ্ব থেকে দেড় লক্ষেরও বেশি পরিকল্পনা জমা পড়ে৷ সেখান থেকে ১৬টি বাছাই করে গুগল৷ এরপর গুগল ব্যবহারকারীদের ভোটে সেখান থেকে পাঁচটি শীর্ষ পরিকল্পনা ঘোষণা করা হয়৷ যার মধ্যে সালমানেরও একটি৷
গুগল থেকে পাওয়া অর্থ দিয়ে সালমান এখন যা করছেন সেটা তো আরও বেশি করে করবেনই, তবে এবার তাঁর ইচ্ছা ভিডিওগুলো বিশ্বের শীর্ষস্থানীয় ১৪টি ভাষায় অনুবাদ করা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী