বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায় আজ
৩০ সেপ্টেম্বর ২০১০মামলার শুরু ১৯৯২ সালে৷ সেসময় হিন্দু উগ্রবাদীরা অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেললে হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়৷ তাতে মারা যায় প্রায় দুই হাজার মানুষ৷ যার বেশির ভাগই মুসলমান৷ হিন্দুদের দাবি, যে স্থানে মসজিদটি বানানো হয়েছিল সেটা ছিল রামের জন্মভূমি এবং চারশো বছর আগে সেখানে একটি মন্দির ছিল৷ মুঘল সম্রাট বাবর সেই মন্দির ভেঙে বাবরি মসজিদ স্থাপন করেন৷ কিন্তু মুসলমানরা হিন্দুদের এই কথা মানতে রাজি নয়৷ তাদের কথা, এগুলো সব মিথ্যা৷ আজকের রায়ে এই বিষয়গুলোরই ফয়সালা করবেন বিচারকরা৷
নিরাপত্তা ব্যবস্থা
সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ কারণ এমন সময়ে রায়টি ঘোষিত হতে যাচ্ছে যখন কমনওয়েলথ গেমস শুরু হতে মাত্র বাকি দুই দিন৷ এমনিতেই গেমসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে ভারত৷ তার ওপর যদি এই রায়ের প্রতিক্রিয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয় তাহলে বিপত্তি আরও বাড়বে৷ স্বাভাবিকভাবেই যেটা চাইছে না ভারত সরকার৷ তাই যেখানে রায় ঘোষিত হবে সেই এলাহাবাদ হাইকোর্ট এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে৷ আর পুরো রাজ্যে অর্থাৎ উত্তর প্রদেশ জুড়ে প্রায় দুই লক্ষ পুলিশ মোতায়েন করা হয়েছে৷ ব্যবস্থা নেয়া হয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা ও মহারাষ্ট্র সহ অন্যান্য প্রদেশেও৷ স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম নিরাপত্তা ব্যবস্থার দেখভাল করছেন৷ এছাড়া সরকারের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন ছেপে আইনের প্রতি সম্মান দেখাতে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷
রায়ের বিষয়ে হিন্দু ও মুসলমান সমর্থিত দলগুলো কথাবার্তায় এখনও পর্যন্ত সংযম দেখিয়েছে৷ ধর্ম ভিত্তিক বিভিন্ন দলের নেতারা বলেছেন, রায় ঘোষণার পর তাঁরা বৈঠকে বসে করণীয় ঠিক করবেন৷ প্রয়োজনে সুপ্রিম কোর্ট যাওয়ার কথা বলছেন তাঁরা৷ আর রাজনৈতিক দলগুলো বিচার বিভাগের ওপর আস্থা রাখার কথা বলেছেন৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী