1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাতিঘর

মনিরুল ইসলাম২২ মার্চ ২০১৩

বাতিঘর, সাগরে দিশা ঠিক রাখতে নাবিকরা চেয়ে থাকে যার পানে৷ সেই বাতিঘরে থেকে রোমাঞ্চের আস্বাদ নিতে যদি কেউ চান, তবে তাও নিতে পারেন জার্মানিতে৷

https://p.dw.com/p/Oxje
ফাইল ফটো

জার্মানির একদম উত্তরে একটি দ্বীপ আছে, নাম ইউসডম৷ এর একটি অংশ পড়েছে জার্মানিতে, অপর অংশ পোল্যান্ডের৷ ইউসডম বাতিঘরটি পড়েছে জার্মান অংশেই৷ বার্লিন থেকে গাড়িতে দুই ঘণ্টার পথ৷ সেখানে উঠতে পারবেন, পারবেন থাকতেও৷ তবে একসঙ্গে শুধু দুজনই থাকার বন্দোবস্ত আছে৷ প্রতি রাতের জন্য খরচ হবে ২৫০ ইউরো৷ গোলাকৃতি কক্ষ৷ তার মাঝে শ্বেতশুভ্র শয্যা৷ নিজেকে অন্য ভুবনে মনে হবে৷

হোটেলে বিভিন্ন সুবিধা তো আছেই৷ সেইসঙ্গে মিলবে একটি মিনি বারও, সব ধরনের পানীয় পাবেন সেখানে৷ ইউসডম বাতিঘরটি ৭০ বছরের পুরনো৷ উঁচু এই টাওয়ারের তৃতীয় তলায় রয়েছে হোটেল৷ কক্ষের উচ্চতাও বিশাল, ২৪ ফুট৷

এখন কেউ হালভাঙা জাহাজের দিশা হারানো নাবিককে পথের দিশা দিতে চান, তবে চলে যেতে পারেন ইউসডম বাতিঘরে৷