সোমা বসুর প্যানোস পুরস্কার লাভ
২৯ ডিসেম্বর ২০১১ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্ম এবং সেখানেই বড় হয়েছেন বাঙালি সাংবাদিক সোমা বসু৷ তবে ছোট থেকেই কলকাতার প্রতি টানের কারণে কলকাতায় এসে ইংরেজিতে স্নাতক করেন তিনি৷ এরপর সাংবাদিকতা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন৷ এই কোর্স শেষ করেই স্টেটসম্যান পত্রিকায় সাব-এডিটর হিসেবে কাজ শুরু করেন সোমা৷
এরই মধ্যে কর্মক্ষেত্রে কিছুটা ভিন্নতা এলেও তিনি আবারও পরিবেশ সাংবাদিক হিসেবে স্টেটসম্যান পত্রিকায় ফিরে আসেন৷ তিনি বলেন, ‘‘ছোট থেকেই আমার সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল৷ লেখা-লেখির মধ্যেই আমি সবচেয়ে বেশি আনন্দ পাই৷ তাই সবসময় ভাবতাম আমি কখন আবার সাংবাদিক হিসেবে লেখা-লেখিতেই ফিরে যাবো৷ এরপর স্টেটসম্যান আমাকে পরিবেশ সাংবাদিক হিসেবে কাজ করার জন্য বলে৷ ফলে আমি তাদের সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করি৷''
তিনি জানান, প্রায় তিন মাস আগে তামাক শিল্পের সমস্যা নিয়ে প্যানোসের ফেলোশিপ পেয়েছিলেন তিনি৷ সেসময় তাঁর ফেলোশিপের আওতায় দিনহাটার তামাক চাষ ক্ষেত্র এবং মুর্শিদাবাদের বিড়ি তৈরির কারখানার পরিবেশ-পরিস্থিতি ও সমস্যা নিয়ে প্রতিবেদন তৈরি করেছিলেন৷ এরপর প্যানোসের পরিবেশ বিষয়ক পুরস্কারের জন্য তাঁর চারটি প্রতিবেদন জমা দিয়েছিলেন৷ সেগুলোর উপর ভিত্তি করে নতুন দিল্লির কনভেশন সেন্টারে সিএমএস এর উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়৷
সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক