1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঙালির অতি আপন ফেসবুক

আরাফাতুল ইসলাম২৩ জানুয়ারি ২০১৩

ফেসবুক নাকি টুইটার – কোনটা বেশি প্রিয় আপনার? ঠিক, এই প্রশ্নটিই করা হয়েছিল ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ উত্তরে যে শব্দটি সবচেয়ে বেশি দেখা গেছে, তা হচ্ছে ফেসবুক৷ টুইটার কোণঠাসা সেখানে৷

https://p.dw.com/p/17Q9U
ছবি: Getty Images

‘টুইটারে যে বন্ধুদের খুঁজে পাইনা, ফেসবুক ভালো লাগে তাই' – একথা লিখেছেন সরকার চন্দন৷ আমাদের ফেসবুক বন্ধুদের কাছে জানতে চেয়েছিলাম, তাঁদের ভালোলাগা প্রসঙ্গে৷ সেখানে প্রথম ঘণ্টাতেই মন্তব্য জমা পড়ে চল্লিশটি৷ এরমধ্যে ৩১টি মন্তব্য ফেসবুকের পক্ষে৷ চারটি মন্তব্য এসেছে টুইটারের দিকে৷ আমাদের পাঠক এলএইচ খান লিখেছেন, ‘টুইটারের সবকিছু অনেক ভালো৷' বাকিরা দু'দিকেই আছেন৷

আমাদের পাঠকদের এই অবস্থান ফেসবুক এবং টুইটারের মধ্যে বড় ব্যবধান গড়ে দিচ্ছে৷ অন্তত বাংলা ভাষাভাষী সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক যে টুইটারের তুলনায় অনেক বেশি এগিয়ে, সেটা পরিষ্কার৷

Twitter Instagram Internet Foto DW/ Per Henriksen 05.11.2012 DW2_9091.jpg
‘‘ফেসবুক থেকে টুইটার বেশি নির্ভরযোগ্য৷ এবং ভেরিফাইড উৎস থেকে তথ্য জানা যায়''ছবি: DW/P. Henriksen

পরিসংখ্যানও কিন্তু ফেসবুককে অনেক এগিয়ে রাখছে৷ ‘সোশ্যাল বেকারস' নামক পরিসংখ্যান ওয়েবসাইটের হিসেবে, বাংলাদেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৩,৪৬,৫৪০৷ শুধু গত ছয়মাসে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে ৫,৫৬,৬৮০ জন৷

দিন কয়েক আগে, আমরা আমাদের ফেসবুক পাতায় জানতে চেয়েছিলাম, আপনি কেন ফেসবুক ব্যবহার করেন? এই প্রশ্নের উত্তরে মন্তব্য এসেছে ৬৭টি৷ হাসান এমডি মোক্তার এই বিষয়ে লিখেছেন, ‘‘এটা একটা খোলা জানালা৷ এখানে মনের কথা অভাব অভিযোগ অন্যের সাথে শেয়ার সমাধান খোজে পাওয়া যায়৷ সমাজের অবিচার অনাচারের বিরুদ্ধ প্রতিবাদ জানানো যায়৷'' বাকিদের মন্তব্য অনেকটা এরকম৷

টুইটারের বিষয়ে একই ধরনের প্রশ্নের উত্তরে মন্তব্য এসেছে ৩৭টি৷ অনেকেই লিখেছেন যে, তাঁরা টুইটার ব্যবহার করেন না৷ কারো কথা হচ্ছে, অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যবহার করা হয় না৷ নাইম ইসলাম অবশ্য লিখেছেন, ‘‘ফেসবুক থেকে টুইটার বেশি নির্ভরযোগ্য৷ এবং ভেরিফাইড উৎস থেকে তথ্য জানা যায়৷'' টুইটার ব্যবহারের খুব যৌক্তিক কারণ এটি

দেশভিত্তিক টুইটার ব্যবহারকারীর সংখ্যা জানাতে পারেনি ‘সোশ্যাল বেকারস'৷ তবে আমাদের পাঠক জরিপের বিবেচনায়, বাংলা ভাষাভাষীদের মধ্যে টুইটার ব্যবহারের হার অনেক কম৷ সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীদের মধ্যে দশ শতাংশ আগ্রহী টুইটারে৷ অথচ ফেসবুকের প্রতি আগ্রহের এই হার ৭৭ দশমিক পাঁচ শতাংশ৷ বাকিরা দুটো নেটওয়ার্কই ব্যবহার করেন৷

উল্লেখ্য, শুধুমাত্র ডয়চে ভেলের ফেসবুক ব্যবহারকারী এবং ‘সোশ্যাল বেকারস'-এর দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ এক্ষেত্রে বাংলাভাষাভাষীদের অবস্থানই প্রাধান্য পেয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য