বাঙালিকে পরিশুদ্ধ করার উত্সব
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় বর্ষবরণ৷ এরপর সারাদিন ধরে সেটা চলছে৷ ছবিঘরে থাকছে তারই কিছু আমেজ৷
তোরা সব জয়ধ্বনি কর!
বৈশাখকে স্বাগত জানানোর পাশাপাশি বাঙালি গেয়ে ওঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘‘তোরা সব জয়ধ্বনি কর!/তোরা সব জয়ধ্বনি কর!/ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়/তোরা সব জয়ধ্বনি কর...৷’’
এসো হে বৈশাখ
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকার রমনা বটমূলে শুরু হয় বাংলা বর্ষবরণ৷ ছায়ানটের শিল্পীরা বিশ্বকবির – ‘‘এসো হে বৈশাখ, এসো এসো’’ গেয়ে বাংলা ১৪২১ সালকে স্বাগত জানান৷
সার্বজনীন উৎসব
রমনা বটমূলে নতুন বছরের সূর্য উঁকি দিতেই সমবেত কণ্ঠে নতুন বছরকে বরণ করে নেয়ার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সব বয়সের, সব শ্রেণির মানুষ৷ পুরনো বছরের জরা, দুঃখ, পাপ, তাপকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শপথ নিয়েছেন তাঁরা৷
মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রার ‘‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’’ – এই বাণী সব প্রাণের ভয় দূর করে বাঙালির চিত্তকে যেন করেছে ভয়শূণ্য৷ এ উত্সবে মিলেছে সব প্রাণ, সব ধর্ম, সব বর্ণ৷
সমৃদ্ধির প্রতীক
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় সমৃদ্ধির প্রতীক হিসেবে ছিল লক্ষ্মী পেঁচা, শিশু হরিণ, মা ও শিশু, হাঁস এবং মাছের ঝাঁক; লোক ঐতিহ্যের প্রতীক হিসেবে বিড়ালের মুখে চিংড়ি, শখের হাঁড়িসহ মোট ১৩টি বড় ভাস্কর্য৷ এছাড়াও ময়ূর, বাঘের দুইটি বড় মুখোশ, ১০টা ছোট পাখি, প্রায় এক হাজার কাগজে কাটা ছোট মুখোশ, ১০০টি বড় মুখোশ৷
কাণ্ডারির প্রতীক
হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দুঃসময়ের কাণ্ডারির প্রতীক হিসেবে এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে ‘গাজী ও বাঘ’৷
২৬ বছরে মঙ্গল শোভাযাত্রা
বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন বলেন, ‘‘মঙ্গল শোভাযাত্রার ২৬ বছরে পদার্পণ ও শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এবারের আয়োজন অন্যবারের চেয়ে দ্বিগুণ৷’’
বাঙালিকে পরিশুদ্ধ করে
কথাসাহিত্যিক সেলিনা হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উত্সব৷ এই উত্সবের রঙ পবিত্র৷ এই উত্সব বাঙালিকে পরিশুদ্ধ করে৷ করে জরামুক্ত৷ এছাড়া বাংলা নববর্ষ অশুভকে বিদায় দিয়ে শুভ এবং কল্যাণের দিকে আহ্বান জানায়৷’’
সংস্কৃতি আর ঐতিহ্যের মিশেল
বাঙালির আবহমান সংস্কৃতি আর ঐতিহ্য মিশে আসে এই বাংলা বর্ষবরণের সঙ্গে৷ এই উত্সব বাঙালিকে তার আত্ম পরিচয়ের সন্ধান দেয়৷
বসেছে মেলা
নববর্ষকে ঘিরে বৈশাখী মেলার আয়োজন বসেছিল৷