বাইডেন-ওবামা জুটির ‘মেমে'
২০ জানুয়ারি ২০১৭প্রশ্ন করতে পারেন ‘মেমে' কী? ইন্টারনেটে বিভিন্ন ‘প্যারোডি' ছবিকে কাজে লাগিয়ে তার সঙ্গে চটকদার বক্তব্য জুড়ে দেওয়ার নামই হচ্ছে ‘মেমে'৷ ঠিক যেমনটা করা হয়েছে বারাক ওবামা আর জো বাইডেনকে নিয়ে৷
বলা বাহুল্য, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সত্যি সত্যি এমন ‘কথোপকথন' কখনো হয়নি৷ কিন্তু তাতে কী? তাঁদের মধ্যকার আসল কথোপকথনের চেয়ে কোনো অংশে কি কম যায় এই মেমেগুলো? মজার তো বটেই, একটু লক্ষ্য করে পড়লে এগুলোর মধ্যে রাজনীতির একটা সুপ্ত গন্ধও পেয়ে যাবেন আপনি৷
যেমন ধরুন –
বাইডেন: আচ্ছা আমরা যদি অফিসে একটা মেক্সিকান ফ্ল্যাগ এঁকে দেই?
ওবামা: জো, এমনটা করো না...
বাইডেন: আমি কিন্তু রঙের লোককে আসতে বলে দিয়েছি
অথবা
বাইডেন: আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি মিথ্যে চিরকূট রেখে এসেছি৷
ওবামা: তাতে কী লেখা ছিল?
বাইডেন: মেলানিয়ার ইমপ্ল্যান্ট করা স্তনে একটি বাগ পেয়েছে সিআইএ৷
ওবামা-বাইডেন জুটির বিদায়বেলায় হাজারো মানুষের চোখে অস্রু৷ তারপরও অনলাইনে হাস্যরসে ভরপুর এমন বিদ্রুপ দেখে কোটি কোটি ‘লাইক' দিচ্ছেন তারা৷ স্মরণ করছেন, তাদের দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও তাঁর সহচরকে৷
একেই বলে বোধহয় রাজনৈতিক ‘স্যাটায়ার'!
ডিজি/এসিবি
আপনার চোখেও কি এমন ‘প্যারোডি’ পড়েছে? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷