1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ব্লগ প্রতিযোগিতার নতুন বিচারক রেজওয়ান

২১ ফেব্রুয়ারি ২০১১

ব্লগার হিসেবে রেজওয়ানের যাত্রা শুরু ২০০৩ সালে, তাঁর ইংরেজি ব্লগের নাম থার্ড ওয়ার্ল্ড ভিউ৷ সহজ করে বলা যায়, ২০০৩ সালে খুব অল্প সংখ্যক বাংলাদেশি ব্লগিং করত, রেজওয়ানুল ইসলাম সেই অল্পদের মধ্যে একজন৷

https://p.dw.com/p/10L30
দ্য ববস

দক্ষিণ এশিয়ার অন্যান্য ব্লগ নিয়ে নিয়মিত পর্যালোচনা জায়গা পায় রেজওয়ানের ব্লগে৷ এভাবে ২০০৫ সালে তিনি যুক্ত হন গ্লোবাল ভয়েসেস অনলাইনের সঙ্গে৷ এটি একটি ইন্টারনেট কমিউনিটি, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্লগ এবং সিটিজেন মিডিয়া নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করে৷

বর্তমানে রেজওয়ান বাংলা ব্লগিং জগতে একটি অত্যন্ত জনপ্রিয় নাম৷ তাঁর কাছে জানতে চাই, বাংলা ব্লগের বর্তমান অবস্থাটা কেমন? তিনি বলেন, বাংলা ব্লগ এখন বেশ একটি জনপ্রিয় মাধ্যম৷ আগে যেমন ছিল, তরুণরা ইন্টারনেটে চ্যাট করতো কিংবা মোবাইলে কথা বলতো৷ এখন তারা ফেসবুক ব্যবহার করছে, ব্লগের দিকে ঝুঁকছে৷ এছাড়া এখন প্রচুর ব্লগ তৈরি হচ্ছে, এবং সেগুলোতে অনেকেই লিখছে৷

Rezwanul Islam Blog Blogger BOBs DW Bangladesch
রেজওয়ানুল ইসলামছবি: Rezwanul Islam

ব্লগ মডারেশন

রেজওয়ানকে জিজ্ঞাসা করি, বাংলা ব্লগে মডারেশন নিয়ে প্রায়ই তুমুল আলোচনা শোনা যায়৷ বিশেষ করে কমিউনিটি ব্লগ সাইটে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে কিনা কিংবা থাকলে তা কতটা এই নিয়ে যত বিতর্ক৷ তো, এখানে আপনার অবস্থানটা কি? তিনি জানান, আমার ব্লগ নামক একটি ব্লগ সাইট আনমডারেটেড ব্লগ চালুর চেষ্টা করেছিল৷ কিন্তু দেখা গেল, একটা পর্যায়ে গিয়ে আসলেই আনমডারেটেড রাখাটা দুরুহ৷ বিশেষ করে, কমিউনিটি ব্লগে কিছু না কিছু ক্ষেত্রে মডারেশন প্রয়োজন হয়ে পড়ে৷

ব্যক্তিগত ব্লগ

রেজওয়ান তাঁর অভিজ্ঞতার আলোকেই বলেন, কমিউনিটি ব্লগের পাশাপাশি অনেক ব্যক্তিগত বাংলা ব্লগও জনপ্রিয় হয়ে উঠছে৷ তাছাড়া ইন্টারনেটে মডারেশনবিহীন এক স্বাধীন জায়গা হতে পারে ব্যক্তিগত ব্লগ৷ তিনি বলেন, কমিউনিটি ব্লগে বেশ কয়েকজন ভালো লেখক আছেন, যারা নিয়মিত লেখেন এবং তাদের একটা বেশ বড় পাঠক সংখ্যা রয়েছে৷ তারা নিজেরাই নিজেদের সাইট করে নিজেদের লেখা তুলে ধরতে পারেন৷ সেক্ষেত্রে কমিউনিটি ব্লগের মত মডারেশনের কোন চিন্তা থাকবে না৷

Screenshot www.amarblog.com/
বাংলা ব্লগছবি: http://www.amarblog.com/

সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা

বলাবাহুল্য, গত বছর থেকে ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষা যোগ করা হয়েছে৷ ২০১০ সালে এই আয়োজনে বিচারক ছিলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ সে'বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগার নির্বাচিত হন আলী মাহমেদ৷ আখাউড়ায় একটি শত বছরের পুরনো বাড়িতে বসে আলী লিখে চলেছেন একের পর এক ব্লগ৷ সমকালীন রাজনীতি, সমাজ ব্যবস্থা, মানবাধিকার - সব বিষয়ই জায়গা পায় তাঁর ব্লগে৷

এবছর সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষার পক্ষে বিচারক রেজওয়ানুল ইসলাম৷ এই প্রতিযোগিতা নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি৷ তবে তাঁর মতে, বাংলা ব্লগাররা প্রচারের মাধ্যমে এই আয়োজনকে আরো সামনে এগিয়ে নিতে পারে৷

উল্লেখ্য, এ'বছর ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার ওয়েবসাইটটি সাজানো হচ্ছে নতুন করে৷ যোগ হয়েছে সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের নানা সুযোগ৷ ঠিকানা : দ্য ববস ডটকম৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী