বাংলা ব্লগ প্রতিযোগিতার নতুন বিচারক রেজওয়ান
২১ ফেব্রুয়ারি ২০১১দক্ষিণ এশিয়ার অন্যান্য ব্লগ নিয়ে নিয়মিত পর্যালোচনা জায়গা পায় রেজওয়ানের ব্লগে৷ এভাবে ২০০৫ সালে তিনি যুক্ত হন গ্লোবাল ভয়েসেস অনলাইনের সঙ্গে৷ এটি একটি ইন্টারনেট কমিউনিটি, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্লগ এবং সিটিজেন মিডিয়া নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করে৷
বর্তমানে রেজওয়ান বাংলা ব্লগিং জগতে একটি অত্যন্ত জনপ্রিয় নাম৷ তাঁর কাছে জানতে চাই, বাংলা ব্লগের বর্তমান অবস্থাটা কেমন? তিনি বলেন, বাংলা ব্লগ এখন বেশ একটি জনপ্রিয় মাধ্যম৷ আগে যেমন ছিল, তরুণরা ইন্টারনেটে চ্যাট করতো কিংবা মোবাইলে কথা বলতো৷ এখন তারা ফেসবুক ব্যবহার করছে, ব্লগের দিকে ঝুঁকছে৷ এছাড়া এখন প্রচুর ব্লগ তৈরি হচ্ছে, এবং সেগুলোতে অনেকেই লিখছে৷
ব্লগ মডারেশন
রেজওয়ানকে জিজ্ঞাসা করি, বাংলা ব্লগে মডারেশন নিয়ে প্রায়ই তুমুল আলোচনা শোনা যায়৷ বিশেষ করে কমিউনিটি ব্লগ সাইটে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে কিনা কিংবা থাকলে তা কতটা এই নিয়ে যত বিতর্ক৷ তো, এখানে আপনার অবস্থানটা কি? তিনি জানান, আমার ব্লগ নামক একটি ব্লগ সাইট আনমডারেটেড ব্লগ চালুর চেষ্টা করেছিল৷ কিন্তু দেখা গেল, একটা পর্যায়ে গিয়ে আসলেই আনমডারেটেড রাখাটা দুরুহ৷ বিশেষ করে, কমিউনিটি ব্লগে কিছু না কিছু ক্ষেত্রে মডারেশন প্রয়োজন হয়ে পড়ে৷
ব্যক্তিগত ব্লগ
রেজওয়ান তাঁর অভিজ্ঞতার আলোকেই বলেন, কমিউনিটি ব্লগের পাশাপাশি অনেক ব্যক্তিগত বাংলা ব্লগও জনপ্রিয় হয়ে উঠছে৷ তাছাড়া ইন্টারনেটে মডারেশনবিহীন এক স্বাধীন জায়গা হতে পারে ব্যক্তিগত ব্লগ৷ তিনি বলেন, কমিউনিটি ব্লগে বেশ কয়েকজন ভালো লেখক আছেন, যারা নিয়মিত লেখেন এবং তাদের একটা বেশ বড় পাঠক সংখ্যা রয়েছে৷ তারা নিজেরাই নিজেদের সাইট করে নিজেদের লেখা তুলে ধরতে পারেন৷ সেক্ষেত্রে কমিউনিটি ব্লগের মত মডারেশনের কোন চিন্তা থাকবে না৷
সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা
বলাবাহুল্য, গত বছর থেকে ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষা যোগ করা হয়েছে৷ ২০১০ সালে এই আয়োজনে বিচারক ছিলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ সে'বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগার নির্বাচিত হন আলী মাহমেদ৷ আখাউড়ায় একটি শত বছরের পুরনো বাড়িতে বসে আলী লিখে চলেছেন একের পর এক ব্লগ৷ সমকালীন রাজনীতি, সমাজ ব্যবস্থা, মানবাধিকার - সব বিষয়ই জায়গা পায় তাঁর ব্লগে৷
এবছর সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষার পক্ষে বিচারক রেজওয়ানুল ইসলাম৷ এই প্রতিযোগিতা নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি৷ তবে তাঁর মতে, বাংলা ব্লগাররা প্রচারের মাধ্যমে এই আয়োজনকে আরো সামনে এগিয়ে নিতে পারে৷
উল্লেখ্য, এ'বছর ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার ওয়েবসাইটটি সাজানো হচ্ছে নতুন করে৷ যোগ হয়েছে সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের নানা সুযোগ৷ ঠিকানা : দ্য ববস ডটকম৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী