বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সই
৩০ জুলাই ২০১১ঢাকা সফররত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরাম আশা করেন, সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগেই দু'দেশের মধ্যে সব ধরনের সীমান্ত সমস্যার সমাধান হবে৷ এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ভারতে পলাতক বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ক্যপ্টেন মাজেদ ও রিসালদার মুসলেহ উদ্দিনকে আটক করে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন৷
সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম প্রায় দু'ঘণ্টা বৈঠক করেন৷ বৈঠকে অমীমাংসিত সীমানা নির্ধারণ, অপদখলীয় জমি উদ্ধার এবং ছিটমহল নিয়ে সমস্যা গুরুত্ব পায়৷ গুরুত্ব পায় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা৷ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যার ঘটনা আগের চেয়ে অনেক কমে এসেছে৷ বিএসএফকে ভারতীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে যে, আত্মরক্ষার প্রয়োজন ছাড়া সীমান্তে কোন অবস্থায়ই গুলি ছোঁড়া যাবে না৷
বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ভারতে পলাতক বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ক্যপ্টেন মাজেদ ও রিসালদার মুসলেহ উদ্দিনকে ফেরত দেয়ার আহ্বান জানান৷
জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বলেন, বঙ্গবন্ধুর খুনীরা যদি ভারতে লুকিয়ে থাকে এবং সঠিক তথ্য পাওয়া যায় তাহলে আটক করে বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে৷
দুই দেশ সীমান্তে অপরাধ দমন এবং সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়৷ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগেই দু'দেশের মধ্যে সব ধরনের সীমান্ত সমস্যার সমাধান হবে৷
বৈঠকের আগে বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সই হয়৷ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসফ প্রধান নিজ নিজ দেশের পক্ষ চুক্তিতে সই করেন৷
এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ভারতের কাছে জিম্মি হয়ে গেছে৷ বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়৷ তবে তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই