1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড

১৬ এপ্রিল ২০১৯

বিশ্বকাপের জন্য ১৫ জনের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে৷ সাকিব আল হাসান ফিরেছেন দলে৷ দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন এবং এখনো কোনো ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ চৌধুরী৷ 

https://p.dw.com/p/3GrBF
Cricket Asia Cup 2018 l Bangladesh vs Pakistan
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara

বিশ্বকাপের বাংলাদেশ দলে আছেন মাশরাফি বিন মোর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন এবং আবু জায়েদ চৌধুরী৷

মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন৷ তাঁর মতে, এটাই বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল৷ নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান৷

ফিরেছেন সাকিব

গত ৮ ফেব্রুয়ারি বিপিএলে ফাইনালে খেলার সময় আঙুলে চোট পাওয়ায় নিউজিল্যান্ড সফরে যাওয়া হয়নি সাকিবের৷ চোট কাটিয়ে আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ সহ-অধিনায়ক৷ আগামী সপ্তাহে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা৷

তাসকিনের বদলে আবু জায়েদ

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন আবু জায়েদ চৌধুরী৷ সেবার কোনো ম্যাচে খেলার সুযোগ না পাওয়া এই পেসার ডাক পেয়েছেন বিশ্বকাপ দলে৷ বিপিএলে খেলার সময় চোট পাওয়ায় নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েন তাসকিন আহমেদ৷ চোটের সঙ্গে লড়াইয়ে জিতে মাঠে ফিরলেও তাঁর ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন নির্বাচকরা৷ তাই তাঁর জায়গায় স্থান হয়েছে আবু জায়েদের৷

অভিজ্ঞতায় সেরা

এই বিশ্বকাপে অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ৷  দলে আছেন সিনিয়র এমন পাঁচ ক্রিকেটার যাঁরা প্রত্যেকেই দশ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন৷ মাশরাফি, সাকিব, তামিম আর মুশফিক খেলতে যাচ্ছেন চতুর্থ বিশ্বকাপ৷ মাহমুদউল্লাহ খেলবেন তাঁর তৃতীয় বিশ্বকাপ৷

ধারণা করা হচ্ছে, এবারের ইংল্যান্ড বিশ্বকাপে উইকেট থাকবে ব্যাটিংবান্ধব৷ আগে ব্যাট করলে বড় পুঁজি দাঁড় করাতে হবে, পরে ব্যাট করলে ডিঙাতে হবে রানের পাহাড়৷ বাংলাদেশের টপ অর্ডারে এমন কিছু ব্যাটসম্যান দরকার ছিল, যাঁরা বল দ্রুত আসে এমন উইকেটে মেরে খেলতে পারেন৷ সাম্প্রতিক ফর্ম বাদ দিলেও এই জায়গায় সৌম্য সরকার (স্ট্রাইকরেট ৯৮.৬০) ও লিটন দাস (স্ট্রাইকরেট ৭৯.৭৪), ইমরুল কায়েসের ( স্টাইকরেট ৭১.১০) চেয়ে এগিয়ে ছিলেন৷ সহজাত স্ট্রোক খেলার সামর্থ্য তাঁদের দুজনেরই বড় শক্তির জায়গা৷

যেহেতু এক প্রান্তে তামিমের দায়িত্ব থাকবে ইনিংস ধরে রাখা, অন্য প্রান্তে দরকার চালিয়ে খেলার৷ তাই সৌম্য বা লিটন যে-ই খেলুন কিংবা দুজনেই খেললেও রানরেটের চাপ না বাড়িয়ে খেলার ভরসা তাঁদের উপর সঙ্গত কারণেই করছে টিম ম্যানেজমেন্ট৷

পেস আক্রমণ

ধারণা করা হচ্ছে এটাই মাশরাফি শেষ বিশ্বকাপ৷ ফলে এই বিশ্বকাপকে তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন৷ রুবেল হোসেন গতি, শর্ট বল আর রিভার্স সুয়িং করানোর সামর্থ্য দিয়ে প্রভাব ফেলতে পারেন৷ কিন্তু সবচেয়ে বেশি যাঁকে নিয়ে আশা, সেই মুস্তাফিজুর রহমান কেমন করবেন তা নিয়ে আছে সংশয়৷ মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং এখন আগের চেয়ে ধারালো, সেই সঙ্গে শেষ দিকে তাঁর ব্যাটিংটাও বাড়তি পাওনা৷

পেসার আবু জায়েদ রাহী এগিয়ে গিয়েছেন কন্ডিশনের কারণে৷ দুই দিকে বল স্যুয়িং করানোর সহজাত সামর্থ্য আছে তার৷ ইংলিশ কন্ডিশনে রাহীর স্যুয়িং কাজে লাগাতে চায় দল৷

স্পিনার

স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে আছেন মিরাজ৷ ওয়ানডে দলে যে-কোনো বিচারে এই দুজনই বাংলাদেশের স্পিন আক্রমণের মূল শক্তি৷ প্রতিপক্ষ আর পরিস্থিতি বিবেচনায় মিরাজের বিকল্প হতে পারেন মোসাদ্দেক৷ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার অবশ্য ইয়াসির পেয়েছেন আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের দলে সু্যোগ পেয়ে৷

এপিবি/এসিবি (সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ডেইলিস্টার)