বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ স্টুয়ার্ট ল
২৮ জুন ২০১১সংসদের শেষ তিন মাসে কার্যক্ষমতা সীমিত করা হচ্ছে
সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে৷ ওই সময় সংসদ থাকলেও কার্যকর থাকবে না৷ এই তিন মাস অন্তর্বর্তীকালীন সরকার চলবে৷ এভাবে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১-তে সংশোধনী আনা হচ্ছে৷ দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠসহ সকল পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে খবরটি৷ এতে বলা হয়েছে, পাঁচ বছর মেয়াদি জাতীয় সংসদের শেষ তিন মাসে কার্যক্ষমতা সীমিত করা হচ্ছে৷ সোমবার জাতীয় সংসদে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে৷
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
সফররত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন৷ সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দু'দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ বাসস পরিবেশিত এই খবরটি দৈনিক সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, যায়যায়দিনসহ প্রায় সব পত্রিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে৷ খবরে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা খাতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন৷ এ প্রসঙ্গে তিনি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ, বৃত্তি প্রদান, ই-বুক চালু এবং স্নাতক পর্যন্ত ছেলেমেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা চালুর ব্যাপারে তহবিল গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করেন৷
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ স্টুয়ার্ট ল
ক্রীড়ার খবর হলেও আজকের প্রায় সব পত্রিকারই প্রথম পাতায় জায়গা করে নিয়েছে ক্রিকেট পাগল বাংলাদেশের টাইগারদের কোচ নিশ্চিত হওয়ার খবরটি৷ পত্রিকাগুলো বলছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল৷ তাঁর সঙ্গে দুই বছরের চুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড - বিসিবি৷ সোমবার নতুন কোচের সঙ্গে চুক্তির তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তিনি বাংলাদেশে কাজ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন৷ তাঁর লক্ষ্য বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে উপরের দিকে নিয়ে আসা৷
গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আরাফাতুল ইসলাম