বাংলাদেশে ৪৮ ঘণ্টার হরতাল শেষ হলো
৮ জুলাই ২০১১বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দমন-নির্যাতন করে যে আন্দোলন বন্ধ করা যায়না, এই হরতালই তার প্রমাণ৷ আর আওয়ামী লীগের সাধার সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের জন্য ক্ষতিকর হরতাল দিয়ে দাবি আদায় হবে না৷ বিরোধী দলকে অবশ্যই আলোচনায় বসতে হবে৷
বুধবার সকাল ৬টা থেকে হরতাল কর্মসূচি শুরু হয়ে শেষ হল আজ ভোর ৬ টায়৷ মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতেই ছিল এই হরতাল৷ হরতালের শেষ দিন ছিল বেশ ঢিলেঢালা৷ তেমন কোন সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ তবে মানুষের দুর্ভোগ বেড়েছে৷ হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় বেড়েছে জিনিসপত্রের দাম৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এই হরতালে সমর্থন দিয়েছে৷ তিনি বলেন, এই সফল হরতাল প্রমাণ করে দমন নির্যাতন চালিয়ে আন্দোলন বন্ধ করা যায় না৷ তার দাবি, দু'দিনের হরতালে তাদের এক হাজারেরও বেশী নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷
আওয়ামী লীগের সাধার সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, হরতালের নামে মানুষের দুর্ভোগ বাড়িয়ে দাবি আদায় করা যাবেনা৷ বিরোধী দলকে আলোচনায় বসতেই হবে৷
এদিকে বুধবার হরতালের প্রথম দিন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক আহত হওয়ার পর পুলিশ ফারুকসহ বেশ কয়েকজন বিরোধী দলের সংসদ সদস্যের বিরুদ্ধে পুলিশের কর্তব্যে বাধা দেয়ার অভিযোগে মামলা করেছে৷ তবে পুলিশের বিরুদ্ধে বিরোধী দলের সংসদ সদস্যরা মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি৷ যা সাংবাদিকদের জানান মাহবুব উদ্দিন খোকন এমপি৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন বুধবারের ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে৷
৪৮ ঘণ্টা হরতাল এখানেই শেষ নয়৷ শুক্র এবং শনিবার ২ দিনের সাপ্তাহিক ছুটির পর রবি এবং সোমবার দু'দিন হরতাল ডেকেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন