1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল অর্থনীতিতে বড় আঘাত

সমীর কুমার দে, ঢাকা২৭ মার্চ ২০১৩

রাজনৈতিক অস্থিরতার ফলে নিয়মিত হরতাল হচ্ছে বাংলাদেশে৷ বুধবার থেকে আবার শুরু হয়েছে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের দুই দিনব্যাপী হরতাল৷

https://p.dw.com/p/184nI
Activists of Bangladesh Nationalist Party (BNP) vandalize a bus as passengers run to escape during a country wide strike in Dhaka March 7, 2013. Bangladesh Nationalist Party and it's alliance called the daylong strike in protest against what it said were violence and killings by the police in their protest rally over war tribunals on Wednesday, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

রাজনৈতিক সহিংসতা আর হরতালের কারণে সবচেয়ে বেশি সংকটে পড়ছে দেশের অর্থনৈতিক সেক্টর৷ বিশ্লেষকরা বলছেন, হরতাল অর্থনীতির জন্য বড় আঘাত৷ বিদেশি বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছেন৷ হরতালের কারণে বড় বড় ক্রেতারা সময় দিয়েও আসছেন না৷ অর্ডারের মালামাল ঠিকমতো শিপমেন্ট করা যাচ্ছে না৷ এই পরিস্থিতি অব্যাহত থাকলে ঊর্ধ্বমুখী অর্থনৈতিক খাত চরম সংকটের মুখে পড়বে৷ চাকরি হারাবেন অনেকে৷

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে মূলত বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে৷ তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে দলগুলো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না৷ এ কারণেই বিদেশি ক্রেতারা বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন৷ সহসাই পরিস্থিতির উন্নতি না হলে শ্রীলঙ্কা থেকে গার্মেন্ট শিল্প যেভাবে বাংলাদেশে চলে এসেছিল, ঠিক সেভাবেই গার্মেন্ট শিল্প বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাবে৷

আতিকুল ইসলাম আরও বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বিনিয়োগকারী ও তৈরি পোশাক ক্রেতা তাদের বাংলাদেশ সফর বাতিল করেছেন৷ তৈরি পোশাকের ক্রয় আদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হচ্ছে ভারত, কম্বোডিয়া ও ভিয়েতনামে৷ এ অবস্থায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিল্পোদ্যোক্তারা৷ সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন গার্মেন্ট মালিকরা৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক সহিংসতা চলতে থাকলে রক্ষা করা যাবে না ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের খাত তৈরি পোশাক শিল্প৷

শিল্প উদ্যোক্তারা বলছেন, গত দুই মাসে শুধু ভারতে চলে গেছে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ক্রয় আদেশ, স্থানীয় মুদ্রায় যা প্রায় ৪ হাজার কোটি টাকা৷ অন্যদিকে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং করপোরেশনের একটি প্রতিনিধি দল তাদের নির্ধারিত সফর বাতিল করেছে৷ এ অবস্থা চলতে থাকলে চরম সংকটে পড়বে অর্থনীতি৷

আতিকুল ইসলাম আরও বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরিস্থিতি উন্নতির জন্য দাবি জানাচ্ছে৷ রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না৷ যার কারণে ক্রেতারা বাংলাদেশ থেকে তৈরি পোশাকের অর্ডার বাতিল করছে৷ দেশের বৃহত্তর স্বার্থে এবং গার্মেন্ট শিল্পকে রক্ষার জন্য সরকারসহ সব রাজনৈতিক দলকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে৷

বিজিএমইএ'র সভাপতির মতে, গত প্রায় দুই মাস ধরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তা নিয়ে বিদেশি ক্রেতাদের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক৷ বাংলাদেশি উদ্যোক্তাদের কাছে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে৷ তাদের ব্যবসা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক তারা কোনোভাবেই তা চান না৷ এ কারণে তারা বাংলাদেশ থেকে গার্মেন্ট পণ্যের অর্ডার ফিরিয়ে নিচ্ছে৷

Shammi Akter (C) a lawmaker of the opposition Bangladesh Nationalist Party (BNP) is detained by police after falling off a police van during a country wide strike in Dhaka March 7, 2013. Bangladesh Nationalist Party and its alliance called the daylong strike in protest against what it said were violence and killings by the police in their protest rally over war tribunals on Wednesday, local media reported. REUTERS/Stringer (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
রাজনৈতিক অস্থিরতার ফলে নিয়মিত হরতাল হচ্ছে বাংলাদেশেছবি: Reuters

ইতোমধ্যে ওয়ালমার্টসহ বড় ক্রেতারা বাংলাদেশ থেকে অর্ডার তুলে নিয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, যা এই শিল্পের জন্য বড় হুমকি৷ দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তাহলে রপ্তানি আদেশ আরও বাতিল করবে ক্রেতারা৷ তখন এই সেক্টরটিকে আমরা রক্ষা করতে পারব না৷ গার্মেন্ট মালিকরা লাখ লাখ শ্রমিককে বেতন দিতে পারবে না৷ যাকে কেন্দ্র করে আগামীতে এ শিল্পে শ্রমিক অসন্তোষের আশঙ্কাও তার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য