1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মৌলবাদ

১১ মার্চ ২০১৫

একুশে বইমেলা থেকে বাড়ি ফেরার পথে খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বলেছেন, বাংলাদেশে মৌলবাদ ‘গভীরভাবে শিকড় গেড়েছে'৷ ধর্মনিরপেক্ষতা ও বিজ্ঞানের পক্ষে কথা বলে যাবেন বলেও জানান তিনি৷

https://p.dw.com/p/1EoZL
Bangladesch Protest gegen Ermordung von US-Blogger (Bildergalerie)
ছবি: DW

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাফিদা৷ বর্তমানে যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন রাফিদা বলেন, ‘‘যে কারণে অভিজিৎ মারা গেছেন, আমি চুপ করে থাকব না৷''

রাফিদার এই বক্তব্য টুইটারে শেয়ার করেছে ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার কর্তৃপক্ষ৷

নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক বিবৃতিতে রাফিদা জানান, ঘটনার সময় পুলিশ কাছে থাকলেও তারা কিছু করেনি৷ রয়টার্স, এএফপির কাছে পাঠানো বিবৃতিতেও রাফিদা এই কথা বলেন৷

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রাফিদা বলেন, বাংলাদেশে মৌলবাদ ‘গভীরভাবে শিকড় গেড়েছে'৷

রাফিদা বলেন, অভিজিৎ হত্যা শুধুমাত্র একজন মানুষের বিরুদ্ধে নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা ও মানবতার বিরুদ্ধেও অপরাধ৷

এদিকে, বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে অনেক মানুষের প্রাণ গেলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেদিকে নজর না দিয়ে অভিজিৎ হত্যার বিষয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন মাহিন খান৷

অভিজিৎ হত্যা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে খুশি নন অনন্য আজাদ৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি নেই৷ বাঙালি হিসেবে এত দ্রুত এই হত্যাকাণ্ডের কুলকিনারা খুঁজে পাওয়ার আশা করাও বোকামি বটে৷'' তদন্তকাজে এফবিআই এর সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশের প্রশাসনের ভূমিকা যদি প্রতিকূল হয় তবে উন্নত দেশের দশটি শক্তিশালী গোয়েন্দা বিভাগ উপস্থিত হলেও কোনো লাভ হবে না৷'' ২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার উপর হামলা ও তার পরবর্তী বিষয়গুলো উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান