মোবাইল অ্যাপে পুলিশি সহায়তা!
১৪ অক্টোবর ২০১৩সামহয়্যার ইন ব্লগে এমন এখটি খবরের সূত্র পাওয়া গেছে চেরুর পোস্ট থেকে৷ এরপর সেটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করে ফেসবুকে একটি পেজের সন্ধান পাওয়া গেল৷ উত্তরবাসীর জন্য চালু হওয়া মোবাইল অ্যাপ নির্মাতাদের পেজ এটি৷ অ্যাপটি আরও উন্নত করতে সকলের পরামর্শ চাওয়া হয়েছে সেই পেজের মাধ্যমে৷
উত্তরার সহকারি পুলিশ কমিশনার (পেট্রোল) মাসরুফ হোসেন (উত্তরা ক্রাইম ডিভিশন)-এর উদ্যোগে বুয়েটের দুই সাবেক তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. তারিক মাহমুদ এবং মো. মনসুর হোসেন তন্ময় অ্যাপসটি ডেভেলপ করেছেন৷ আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপস ব্যবহার করতে পারছেন৷ ভবিষ্যতে আইওএস এবং উইন্ডোজ ব্যবহারকারীরা যেন এটা ব্যবহার করতে পারেন সেই পরিকল্পনাও কথাও জানান হয়েছে পেজে৷
কিন্তু প্রশ্ন হলো, অ্যাপস দিয়ে কি ধরণের পুলিশি সহায়তা পাওয়া যাবে? ফেসবুকে পেজে গিয়ে পাওয়া গেল তার উত্তর৷ যেমন নিকটস্থ থানা খুঁজে বের করা, ওসি কিংবা দায়িত্বরত অফিসারকে সরাসরি ফোন করা, রাস্তায় কোনো বিপদে পড়লে কিংবা আগুন লাগার মতো দুর্ঘটনা দেখলে এক ক্লিকেই নিকটবর্তী থানায় জানানো৷ এছাড়াও বিভিন্ন ধরনের পুলিশি সেবা ও সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে অ্যাপসটির মাধ্যমে৷ পাশাপাশি পুলিশকে জানাতে পারবেন আপনার বিভিন্ন পরামর্শও৷ যে কোনো ধরনের সমস্যায় পুলিশ স্টেশনের কার সাথে কথা বলতে হবে, সে নির্দেশনাও পাবেন অ্যাপটিতে৷
অ্যাপসটির উদ্যোক্তা উত্তরার সহকারি পুলিশ কমিশনার মাসরুফ হোসেন তাঁর পরিচালিত ফেসবুক পেজ -এ জানিয়েছেন, ইতিমধ্যে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদকে অ্যাপের কার্যক্রম সম্পর্কে জানিয়েছেন৷ সবকিছু দেখার পর কমিশনার শুধু উত্তরা নয়, ডিএমপি-র আটটি ক্রাইম ডিভিশনের (উত্তরা, গুলশান, তেজগাঁও, রমনা, মতিঝিল, মিরপুর, লালবাগ, ওয়ারি) ৪৯টি থানার সকল অধিবাসীর জন্যে এটি ডেভেলপ করার পরামর্শ দিয়েছেন৷
পুরো ঢাকার জন্য অ্যাপটি চালু হওয়ার পর সে ব্যাপারে সব থানার ওসিকে জানানো এবং থানাগুলোর কর্মকর্তাদের এই অ্যাপসের কার্যকারিতা সম্পর্কে প্রশিক্ষণ দেয়ারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কমিশনার বেনজীর আহমেদ৷
অ্যাপসটি ডাউনলোড করতে চলে যান এই লিংকে৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ