1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পালিত হচ্ছে নববর্ষ উৎসব

১৪ এপ্রিল ২০১১

আজ ১লা বৈশাখ৷ বাংলাদেশে পালিত হচ্ছে নববর্ষ উৎসব৷ বাংলা ১৪১৮ সালকে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করছে বাঙালি৷ রাজধানী ঢাকা সহ পুরো দেশ মেতেছে বর্ষবরণ উৎসবে৷

https://p.dw.com/p/10tAb
অতীতের পহেলা বৈশাখে মুখোশের ঢাল (২০০৭)ছবি: AP

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব৷ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বাঙালির বর্ষবরণ৷ ঢাকার রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ৷ আর সেখানে নেমেছে মানুষের ঢল৷ বাঙালি তার পুরনো সব শোক-তাপ ভুলে বরণ করছে নতুন বছরকে৷ মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা, নৌকাবাইচ, লাঠিখেলাসহ নানা আয়োজন আজ রাজধানীসহ সারা দেশে৷ নতুন পোশাক আর বৈশাখী সাজে সেজেছেন সবাই৷ শিল্পী ফাতেমাতুজ জোহরা ডয়চে ভেলেকে বলেন, আমাদের শুধু পহেলা বৈশাখে উৎসব আয়োজনে সীমাবদ্ধ থাকলে চলেবনা, হৃদয়ে ধারণ করতে হবে৷ ধারণ করতে হবে বাঙালি সংস্কৃতি৷ নতুন বছরে তার প্রত্যাশা দুর্নীতিমুক্ত এক দেশের৷ যেখানে সবাই মিলে মিশে থাকবেন৷ থাকবেনা কোন বিভেদ৷

তবে এক দশক আগে ১লা বৈশাখের বেদনার্ত স্মৃতি আজও কাঁদায় এদেশের মানুষকে৷ ২০০১ সালে রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ নিহত হয়েছিল৷ আহত হয়েছিলেন শতাধিক৷ কিন্তু সেই মর্মন্তুদ ঘটনার বিচার আজও হয়নি৷ মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল্লাহ আবু জানান, রাজনৈতিক কারণে মামলার বিচার বার বার বাধাগ্রস্ত হয়েছে৷

এই ঘটনায় হত্যা ছাড়াও বিস্ফোরক আইনে আরো একটি মামলা হয়৷ কিন্তু সেই মামলার বিচার কাজই শুরু হয়নি৷

পহেলা বৈশাখে তাই বরাবরের মত এবারো ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে রমনা বটমূলসহ প্রায় পুরো রাজধানী জুড়ে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন