1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পানি সংকট

১৭ মার্চ ২০০৯

সুপেয় পানি, যা ভবিষ্যতের পৃথিবীতে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে৷ আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন স্থানে অবশ্য এখনই সুপেয় পানির সংকট দেখা দিতে শুরু করেছে৷ চলুন দৃষ্টি দেয়া যাক বাংলাদেশের দিকে৷

https://p.dw.com/p/HE0U
বিশুদ্ধ পানির সংকটে বাংলাদেশছবি: AP

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৫ কোটির উপরে৷ এই দেশের বেশির ভাগ মানুষ টিউব ওয়েলের পানি ব্যবহার করেন৷ বিশেষজ্ঞদের মতে, জনসংখার ৯৫ থেকে ৯৭ শতাংশ টিউব ওয়েলের পানির ওপর নির্ভরশীল৷ কিন্তু এক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর্সেনিক৷ এখন আর্সেনিক বাংলাদেশের জন্য একটা বিশাল সমস্যা৷ তবে সরকার এবং বিদেশী দাতা সংস্থাগুলো এখন এই সমস্যা সমাধানে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে৷

আসের্নিক সমস্যার পর যে সমস্যাটি সামনে এসে দাঁড়িয়েছে, তা হলো নদী৷ বিচিত্র সমস্যা এই নদীকে ঘিরে৷ একসময় নদীতে পানি শুকিয়ে চৌচির হয়ে যায়, আবার কখনো কুল ছাপিয়ে বন্যা আবার কখনো ভাঙ্গনের শিকার হচ্ছে নদীতীরের মানুষ৷ আসুন এমনই একটি চিত্র দেখি৷ বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে, নদী ভাঙ্গনের ফলে দেশের সীমান্ত এলাকার প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর ভূমি হারিয়ে গেছে৷ দেশের অভ্যন্তরে প্রতি বছর ভাঙ্গনের কবলে প্রায় ১০ হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়৷ স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের সীমান্তবর্তী নদীগুলোর ভাঙ্গনের ফলে বাংলাদেশের ভূখন্ড থেকে ১৩ হাজার ৪৯২ হেক্টর ভূমি হারিয়ে গেছে বলে বিশেষজ্ঞদের ধারণা৷

BdT Bangladesh Fischerboote in Dhaka
নদীর পানিও দূষিত হচ্ছে বিভিন্নভাবে৷ছবি: AP

এবার দেখা যাক বাংলাদেশের নদীগুলোর কী অবস্থা৷ বাংলাদেশে ছোট বড় নদী রয়েছে ২৩০টি৷ এর মধ্যে ৫৭টি নদী আর্ন্তজাতিক৷ এই নদীগুলোর মধ্যে ৫৪টির উৎসস্থল ভারত এবং বাকি ৩টি মিয়ানমার৷ বর্তমানে ভারতের সাথে নদীর পানির হিস্যা নিয়ে সৃষ্ট সমস্যার কারণে এখন এই দেশের বিভিন্ন নদীতে সঠিক প্রবাহে পানি আসছে না৷ বড় বড় নদীগুলো থেকে সৃষ্ট ছোট নদীগুলোর মুখ বন্ধ হয়ে যাচ্ছে৷ পরিকল্পনাহীন ভাবে রাস্তাঘাট নির্মানের ফলে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে৷ প্রতি বছর যে হারে বাংলাদেশের উপর দিয়ে নদীবাহিত পলি পড়তো তাও এখন প্রবাহের অভাবে সাগরে যেতে না পেরে ভরে যাচ্ছে নদীর তলদেশ৷ অপরিকল্পিত ভাবে রাস্তাঘাট এবং বাঁধ নির্মানের ফলেও নদী হয়ে যাচ্ছে মৃত৷

ভাবলেও অবাক হতে হয়, বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে ১৩টি নদী৷ আরও সাতটি নদী এখন মৃত প্রায়৷ যে কোন দিন এগুলোয় আর পানি থাকবে না৷ শুকিয়ে তা হয়ে যাবে পায়ে চলা পথ৷ বড় নদীগুলোর থেকে ছোট নদীগুলোর মুখ বন্ধ হয়ে যাওয়া, প্রতিকুল পরিবেশ, ভারত থেকে পানির প্রবাহ কমে যাওয়া ইত্যাদি কারণে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো প্রচন্ড হুমকির মুখোমুখি৷ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে এই তথ্য পাওয়া গেছে ৷

ঐ প্রতিবেদনে দেখা গেছে, মৃত নদীগুলোর তালিকায় রয়েছে নরসুন্দ্রা, বিবিয়ানা, শাখা ররাক, পালাং, ভূবেনেস্বর, বুড়িনদী, বামনী, হামকুরা, হরিহর, চিত্রা, মুসা খান, বরালের শাখা নদী এবং হিসনা৷ এ ছাড়া করতোয়া, ইছামতি, ভৈরব, কালীগঙ্গা, কুমার, চিত্রা এবং ভদ্রা নদী এখন মৃতপ্রায়৷

লেখক: সাগর সরওয়ার, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক