বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুইজন
২ এপ্রিল ২০২০বিজ্ঞাপন
কোভিড ১৯ সন্দেহে বুধবার বাংলাদেশে ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে দুইজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ নতুন করে কোন মৃত্যুর ঘটনা নেই৷
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক হাবিবুর রহমান জানান, নতুন আক্রান্ত দুইজনই পুরুষ৷ একজনের বয়স ৩০ থেকে ৪০ বছর, অন্যজনের ৭০ থেকে ৮০৷
স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪১৩ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে৷ সব মিলিয়ে কোয়ারান্টিনে আছেন ১৬ হাজার ৭০০ জন৷
ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠানে করোনা রোগী শনাক্তের পরীক্ষা চালু করা হয়েছে বলেও উল্লেখ করে হাবিবুর রহমান৷
এফএস/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)