1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘের প্রতি হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান

৬ ফেব্রুয়ারি ২০২১

সদস্য সংখ্যার দিক থেকে শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবদান রাখা বাংলাদেশের সশস্ত্রবাহিনীর সঙ্গে জাতিসংঘ তার সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)৷

https://p.dw.com/p/3ozHZ
Human Rights Watch Logo

সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জাতিসংঘের উচিত হবে তাদের নাম ব্যবহার করে বাংলাদেশের সামরিক বাহিনী নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের কোন কাজ করছে কি না, দেশটির উর্ধ্বতন কর্মকর্তাদের সে প্রশ্নের মুখোমুখি করা৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে জাতিসংঘের কর্মকর্তাদের আগামী সপ্তাহে বৈঠক করার কথা রয়েছে৷

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিয়ে আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসা অভিযগোগুলো তুলে ধরা হয়৷ এই অভিযোগগুলোর পাশাপাশি শান্তিমিশনে অংশ নেয়া বাংলাদেশের সমস্ত ইউনিট ও সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের কোন রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘে হিউম্যান রাইটস ওয়াচ-এর পরিচালক লুইস শারবোনো৷

এফএস/জেডএ (হিউম্যান রাইটস ওয়াচ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান