1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের রাজ্জাকের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

১০ ডিসেম্বর ২০১০

আজ সফরকারী জিম্বাবোয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ৷ কিন্তু তার আগে এবারের সিরিজে একটি বিশ্ব রেকর্ড হাতছানি দিচ্ছে স্পিনার আবদুর রাজ্জাককে৷

https://p.dw.com/p/QUjY
ছবি: AP

বাংলাদেশ জাতীয় দলে যে কয়জনকে অত্যন্ত প্রতিভাবান বলে ধরা হয়, স্পিনার আবদুর রাজ্জাক তাদের মধ্যে অন্যতম৷ এবং এখন পর্যন্ত তিনি তার সেই প্রতিভার প্রমাণও দিয়ে আসছেন৷ বছর দুয়েক আগেও এই রাজ্জাকের বিরুদ্ধে বোলিং অ্যাকশনে চাকিং এর অভিযোগ আনা হয়েছিল৷ কিছুদিনের বিরতি দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন এই ২৮ বছর বয়সি ক্রিকেটার৷ এবার যেন আরও ধারালো বোলিং অ্যাকশন ও টেকনিক নিয়ে৷

এবারের সিরিজে জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা যার বোলিংয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে আছেন তিনি হলেন আবদুর রাজ্জাক৷ তিন ম্যাচ শেষ হয়েছে, এবং রাজ্জাকের উইকেট শিকারের পরিসংখ্যান ৪, ৫ ও ৪৷ তার মানে তিন ম্যাচে মোট ১৩টি উইকেট শিকার করেছেন খুলনার এই ছেলে৷ এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি কি তিনি ছুঁতে পারবেন এবার? সেই প্রশ্ন এখন ক্রিকেট ভক্তদের মনে৷ উল্লেখ্য, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ভারতের অন্যতম সেরা পেসার জাভাগাল শ্রীনাথের দখলে৷ ২০০২-০৩ সালে নিউজিল্যান্ড সফরে সাত ওয়ানডেতে মোট ১৮টি উইকেট শিকার করেন শ্রীনাথ৷ জিম্বাবোয়ের বিপক্ষে রাজ্জাকের যে দুর্দান্ত ফর্ম দেখা যাচ্ছে, তাতে করে সাত ম্যাচের সিরিজ হলে যে এই রেকর্ড তাঁর কাছেই চলে যেত সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায়৷ কিন্তু পাঁচ ম্যাচের এই সিরিজেও যে সেই সম্ভাবনা নেই, তা কিন্তু বলা যাচ্ছে না৷ অন্তত প্রথম তিন ম্যাচের ফিগারের দিকে তাকালে ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন৷ তার ওপর এবার জিম্বাবোয়ে বধে স্পিন অ্যাটাকই থাকছে সবার আগে৷

কেবল সর্বোচ্চ উইকেট নয়, আজকের ম্যাচে যদি রাজ্জাক আবারও চার উইকেট পান তাহলে আরও একটি রেকর্ড হবে৷ টানা চার ম্যাচে চার কিংবা তার চেয়েও বেশি উইকেট পাওয়ার তালিকায় নাম লেখাবেন বাম হাতি এই অর্থোডক্স বোলার৷ এর আগে বিশ্বের মাত্র পাঁচজন বোলার এই কৃতিত্ব দেখিয়েছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম