‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থেই নির্ধারিত’
২৮ মে ২০২১জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
পরিরাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, স্বার্থের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশকে সম্পর্ক রাখতে হবে৷ বিশ্বের অনেক দেশ নিজের স্বার্থে অনেক জায়গায় ছাড় দেয়, অর্থাৎ নিজেদের স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতিবিষয়ক সিদ্ধান্ত নেয়৷
রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া মনে করেন, বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্যই হয়তে ইসরায়েলে ভ্রমণ নিয়ে শাস্তির কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী৷ সরকারি কর্মকর্তা ছাড়া সাধারণ মানুষ যদি তৃতীয় একটি দেশ থেকে ভিসা নিয়ে ভ্রমণ করে, বাংলাদেশ সরকার তখনই জানতে পারবে যদি ঐ ব্যক্তি নতুন পাসপোর্টের আবেদন করে৷ তখন হয়তে পাসপোর্ট রিইস্যু না-ও করতে পারে, এটি হলো শাস্তির বিষয়টি৷
‘‘তবে আমার মনে হয় বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশের কেউ সেখানে যাবে না, পররাষ্ট্রমন্ত্রী শাস্তির কথা বলেছেন,’’ বলেন তিনি৷
এদিকে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, গত এক-দেড় দশকে অনেকেই ইসরায়েলে গিয়ে থাকতে পারে৷ বিশেষ করে তীর্থের জন্য, যেমন অনেকেই আল-আকসা মসজিদে যেতে চান, এমন কেউ কেউ ভ্রমণও করে থাকতে পারে৷
আরআর/এসিবি