1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি শ্রমিকদের অন্যান্য দেশে পাঠানো হবে: ইসরাফিল আলম

১ এপ্রিল ২০১১

লিবিয়া ও মধ্যপ্রাচ্যের দেশ থেকে যেসব বাংলাদেশি শ্রমিক ফিরে আসবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে নতুন দেশে পাঠানো হবে৷

https://p.dw.com/p/10laH
ছবি: dapd

শ্রম এবং কর্মসংস্থান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ইসরাফিল আলম এমপি ডয়চে ভেলেকে জানিয়েছেন, এজন্য তাদের তালিকাভুক্তির কাজ চলছে৷ আর যারা দেশেই থাকতে চায়, তাদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে৷

ইসরাফিল আলম এমপি জানান, লিবিয়া থেকে শ্রমিকরা ফেরত এসেছে৷ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে আন্দোলন শুরু হয়েছে তাতে সেসব দেশ থেকেও বাংলাদেশি শ্রমিকরা ফিরে আসার আশঙ্কা রয়েছে৷ তাই সরকার তাদের জন্য ইতোমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে৷ এর মধ্যে অন্যতম হল ফিরে আসা শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে অন্য দেশে পাঠান৷ তিনি জানান, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে৷ ফলে রেমিটেন্সে খুর বেশি নেতিবাচক প্রভাব পড়বে না৷

ইসরাফিল আলম আরও জানান, নতুন শ্রম বাজারের চাহিদা অনুযায়ী শ্রমিকদের দক্ষ করতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন