শিশুদের পাশে কিন্ডারনোটহিল্ফে
১৬ জুলাই ২০২০বিজ্ঞাপন
কিন্ডারনোটহিল্ফে সংস্থাটি গত বছর বিভিন্ন দেশের শিশু এবং তাদের পরিবারকে সাহায্য করেছে৷ এ পর্যন্ত মোট দুই মিলিয়ন, অর্থাৎ, শিশু এবং কিশোর-কিশোরীকে সাহায্য করেছে কিন্ডারনোটহিল্ফে৷
কিন্ডারনোটহিল্ফের অর্থের পরিমাণ বেড়ে বর্তমানে ৬৩.৮ মিলিয়ন ইউরো হয়েছে, যার মধ্যে ৭৯ শতাংশই অনুদান৷ এবং এই অর্থ দিয়ে ৩২টি দেশের মোট ৫৯৫টি প্রকল্পকে সহায়তা করা হয়৷ আগের বছরের চেয়ে কাজের পরিসর আরো বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে কিন্ডারনোটহিল্ফের সিইও কাটরিন ভিডেমান বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে করোনায় ক্ষতিগ্রস্ত শিশুদের, বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশের ক্ষুধা, সহিংসতা ও শোষণের শিকার এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুদের জন্য আরো বেশি করে সাহায্যের চেষ্টা করতে হবে আমাদের৷’’
এনএস/এসিবি (ডিপিএ)
২৬ জুনের ছবিঘরটি দেখুন...