ব়্যাবের বিরুদ্ধে সুবিচারের আশায় লিমনের পরিবার
২৪ এপ্রিল ২০১১ব়্যাবের গুলিতে গুরুতর আহত লিমনের বাম পা কেটে ফেলা হয়েছে৷ গত ২৩শে মার্চ ঝালকাঠির রাজাপুরে ব়্যাব সদস্যরা নিরীহ কলেজ ছাত্র লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে৷ লিমন এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে৷ এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ হলে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ কিন্তু এরপরও লিমনের পরিবার ব্যাপক ভয়-ভীতির মধ্যে রয়েছে৷ লিমনের মা হেনোয়ারা বেগম ঢাকায় এক সংবাদ সম্মলেনে সে তথ্য জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷
লিমনের মা হেনোয়ারা বেগম বাদি হয়ে গত ১০ই এপ্রিল ব়্যাবের আট সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে মামলা করেন৷ আদালত রাজাপুর থানাকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলেও এখনো থানা মামলা রেকর্ড করেনি বলে লিমনের মা অভিযোগ করেন৷
তিনি আরো অভিযোগ করেন যারা লিমনকে নিরীহ বলে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংস্থার কাছে সাক্ষ্য দিয়েছে তাদের ভয়-ভীতি দেখান হচ্ছে৷ আর লিমনকে সন্ত্রাসী বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ব়্যাবের সোর্সরা৷
এদিকে ব়্যাবের গুলিতে আহত হওয়ার পর ব়্যাব লিমনের বিরুদ্ধেই মামলা দায়ের করে৷ লিমন এখন ঢাকার পঙ্গু হাসাপাতালের প্রিজন সেলে বন্দি অবস্থায় চিকিৎসাধীন আছে৷ লিমন জানায়, এই বন্দিত্ব তাঁর জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷
এসব অভিযোগ নিয়ে ব়্যাবের কোন বক্তব্য পাওয়া যায়নি৷ বিষয়টি এখন আদালতে বিচারাধীন বলে ব়্যাব কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম