1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবের বিরুদ্ধে সুবিচারের আশায় লিমনের পরিবার

২৪ এপ্রিল ২০১১

ঝালকাঠির রাজাপুরে ব়্যাবের গুলিতে আহত কলেজ ছাত্র লিমনের পরিবার আতংকের মধ্যে রয়েছে৷ আদালতের নির্দেশের পরও পুলিশ এখনো অভিযুক্ত ব়্যাব সদস্যদের বিরুদ্ধে মামলা রেকর্ড করেনি৷

https://p.dw.com/p/1135l
Rapid Action battalion (RAB) members, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ব়্যাবের টহল (ফাইল ছবি)ছবি: DW/Harun Ur Rashid Swapan

ব়্যাবের গুলিতে গুরুতর আহত লিমনের বাম পা কেটে ফেলা হয়েছে৷ গত ২৩শে মার্চ ঝালকাঠির রাজাপুরে ব়্যাব সদস্যরা নিরীহ কলেজ ছাত্র লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে৷ লিমন এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে৷ এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ হলে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ কিন্তু এরপরও লিমনের পরিবার ব্যাপক ভয়-ভীতির মধ্যে রয়েছে৷ লিমনের মা হেনোয়ারা বেগম ঢাকায় এক সংবাদ সম্মলেনে সে তথ্য জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷

লিমনের মা হেনোয়ারা বেগম বাদি হয়ে গত ১০ই এপ্রিল ব়্যাবের আট সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে মামলা করেন৷ আদালত রাজাপুর থানাকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলেও এখনো থানা মামলা রেকর্ড করেনি বলে লিমনের মা অভিযোগ করেন৷

তিনি আরো অভিযোগ করেন যারা লিমনকে নিরীহ বলে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংস্থার কাছে সাক্ষ্য দিয়েছে তাদের ভয়-ভীতি দেখান হচ্ছে৷ আর লিমনকে সন্ত্রাসী বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ব়্যাবের সোর্সরা৷

এদিকে ব়্যাবের গুলিতে আহত হওয়ার পর ব়্যাব লিমনের বিরুদ্ধেই মামলা দায়ের করে৷ লিমন এখন ঢাকার পঙ্গু হাসাপাতালের প্রিজন সেলে বন্দি অবস্থায় চিকিৎসাধীন আছে৷ লিমন জানায়, এই বন্দিত্ব তাঁর জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷

এসব অভিযোগ নিয়ে ব়্যাবের কোন বক্তব্য পাওয়া যায়নি৷ বিষয়টি এখন আদালতে বিচারাধীন বলে ব়্যাব কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য