বসনিয়ার জঙ্গলে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা
ইউরোপে প্রবেশের লক্ষ্যে বসনিয়া-ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী জঙ্গলে আশ্রয় নিয়েছেন অনেক বাংলাদেশি৷ তীব্র শীত আর খাবারের অভাবে মানবেতর দিন কাটছে তাদের৷
অনিশ্চিত, বিপদসঙ্কুল যাত্রা
বসনিয়া সরকার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরের উদ্বাস্তুদের ক্যাম্প ভেঙে দিলে অন্যান্য দেশ থেকে আসা মানুষদের সাথে বাংলাদেশিরাও বিপদসঙ্কুল যাত্রা শুরু করেন৷দল বেঁধে তারা সীমান্তবর্তী একটি জঙ্গলে আশ্রয় নেন৷
তাঁবুর জীবন
জঙ্গলে গাছের নীচে তাঁবু গেড়ে আপাতত রাত কাটাচ্ছেন তারা৷ তীব্র শীতে রাত কাটানোর প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় অসহায় সবাই৷
জলের অভাব
পানির অভাবের কারণেও ভুগছেন তারা৷ ছবিতে বালতি দিয়ে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে কয়েকজনকে৷
দলবেঁধে রান্না
রান্নার জন্য নেই পর্যাপ্ত সরঞ্জাম৷ জঙ্গলের একটি পরিত্যক্ত ভবনে আগুন জ্বালিয়ে দলবেঁধে রান্না করতে দেখা গেলে তাদের৷
মোবাইল ফোনে বিনোদন
তাঁবুতে তেমন কিছু করার নেই বলে অনেকটাই সময়ই বিনা কাজে কাটে তাদের৷ মোবাইল ফোনে তাই বিনোদন পাওয়ার চেষ্টা করেন অনেকে৷
যাত্রার প্রস্তুতি
লম্বা এ পথ বিপদসঙ্কুল, জানেন তারা৷ এ সংকট মোকাবেলায় প্রয়োজন মানসিক শক্তি৷ যাত্রার আগে তাই নিজেরা পরামর্শ করে নিচ্ছেন৷
‘গেম চেন্জিং’ মিশন
দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের এ যাত্রাকে তারা বলছেন ‘গেম চেঞ্জিং’ মিশন৷ মিশন সফল হবে কিনা জানেন না তারা৷ কষ্ট আর অনিশ্চয়তা ক্লান্ত অনেকেই৷
ইউরোপে প্রবেশের নতুন পথ
দারিদ্র্যপীড়িত বসনিয়াকে অনেক অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী এড়িয়ে চলছিলেন এতদিন৷ কিন্তু সম্প্রতি বসনিয়া থেকে ক্রোয়েশিয়া সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের এ পথটি ব্যবহার করছেন অনেকে৷