বলিউডের আশা ক্রিসমাস অ্যানিমেশন দর্শক টানতে পারবে
২৩ ডিসেম্বর ২০১০বলিউডে এর আগে কার্টুন ছবি জনপ্রিয় করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ ‘তানপুর কা সুপার হিরো'-র নাম পরবর্তীতে টুনটাউন সুপার হিরো করা হয়েছে৷ এতে অভিনয় করেছেন বলিউডের দুই স্টার অজয় দেবগন ও তাঁর স্ত্রী কাজল৷ বাস্তব জীবনে এই জুটির কার্টুন চরিত্রে রূপদান মনে করিয়ে দেয় ১৯৮৮ সালের অস্কার জয়ী চলচ্চিত্র ‘হু ফেমড রজার ব়্যাবিট'-এর কথা৷
শুক্রবার অর্থাৎ বড়দিনের সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি৷ বিশ্লেষকরা বলছেন, ছবিটি যদি বক্স অফিস সফলতা নিয়ে আসে তাহলে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরির জন্যে আরো অনেক স্টুডিওর প্রয়োজন হবে৷ অ্যানিমেশন রিপোর্টার ম্যাগাজিনের অ্যান্ড্রু গনসালভেজ বলেছেন, ‘‘বলিউডের প্রথম সারির অভিনেতাদের অ্যানিমেশন চলচ্চিত্র তৈরির দিকে ঝুঁকে পড়া এই শিল্পকে শক্তিশালী করবে৷'' তিনি বলেন, ‘‘অনেক প্রকল্প যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এই উদ্যোগ শিল্পকে সহায়তা করবে৷''
ছোট বাজেটের ছবি ‘হনুমান'-এর সফলতা এই প্রকল্পের সম্ভবনাকে বাড়িয়ে দেয়৷ তারই পরিপ্রেক্ষিতে তৈরি করা হয় ‘হনুমান টু'৷ যা ২০০৮ সালে মুক্তি পায়৷ প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্রের বিশালায়তন ডিজনি স্টুডিওতে বলিউড স্টারদের অভিনয়ে নির্মিত হয় পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি ‘রোডসাইড রোমিও'৷ কিন্তু এই দুটি ছবি খুব একটা সফল হয়নি৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক