বর্ষবরণে কলকাতার রাস্তায় হাজারো মানুষের ভিড়
২০২৪- বিদায় এবং ২০২৫-কে স্বাগত জানাতে রাস্তায় নেমে পড়েছিল কলকাতাবাসী। উৎসবের মেজাজ ছিল, ছিল আনন্দের বাতাবরণ।
পার্ক স্ট্রিটের ভিড়
অন্যান্য বছরের মত এই বছরেও অন্যথা হয়নি। পার্কস্ট্রিট তার ঐতিহ্য বজায় রেখে ভিড়ে সকলকে টেক্কা দিয়েছে। আলো ঝলমলে পার্কস্ট্রিটে ৩১ ডিসেম্বরের সন্ধ্যা থেকে রাত মানুষের ঢল নেমেছিল এই বছরেও।
অপ্রীতিকর ঘটনা ঘটেনি
পুলিশকে এই ব্যাপারে বাড়তি সতর্ক থাকতে হয়। প্রতি বছরই ছোট থেকে বড় নানান অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনার খবর থাকেই। তবে এই বছর কলকাতার নতুন কমিশনার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, এখনও পর্যন্ত তেমন খবর পাওয়া যায়নি।
শ্রীভূমিতেও উৎসব
দুর্গাপুজোর পাশাপাশি শ্রীভূমির বর্ষবরণ উৎসবও বেশ কয়েকবছর ধরে শহর ও শহরতলির মানুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। সন্ধে থেকে মধ্যরাত পর্যন্ত এই অঞ্চলে বহু মানুষের সমাগম হয়।
সাতদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুখানা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়। সাতদিন ধরে প্রতিদিনই চলতে থাকে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড।
আলোয় আলোয় কলকাতা
আলোয় সেজে ওঠে ভালোবাসার শহর। বর্ষবরণ উপলক্ষ্যে স্থানীয় কাউন্সিলারদের উদ্যোগেই আলোয় সাজিয়ে তোলা হয় অঞ্চলের বিভিন্ন জায়গা।
পাটুলির ঝিলপাড়ে আলোর উৎসবে
কলকাতার দক্ষিণ প্রান্তের পাটুলি অঞ্চলও কয়েকবছর ধরে শিরোনামে উঠে এসেছে। ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ধারে ঝিলপাড়কে সাজানো হয়েছে বেশ কয়েক বছর আগেই। নতুন বছরের আগে কয়েকবছর ধরে নিয়ম করে সাজানো হচ্ছে এই অঞ্চলকে। ভিড়ও চোখে পড়ার মতন।
সহায় ছিল আবহাওয়া
এই বছর ডিসেম্বরের শুরুতে কিছুটা ঠান্ডা পড়লেও সারা মাস জুড়ে তা কমই ছিল। বছরের শেষ বেলায় পারদ কিছুটা নামলেও উৎসবের আঁচ উপভোগ করতে পথে নেমেছিল মানুষ।
বর্ষশেষের সেলফি
উৎসাহী দুই বন্ধুকে দেখা গেল সেলফি তুলতে। হঠাৎ করে দেখা স্কুলের বন্ধুর দেখা মিলল এই বর্ষবরণ অনুষ্ঠানে এসে। অনন্য প্রাপ্তি।
বো-ব্যারাকের ভিড়
বো-ব্যারাক। শহরের কেন্দ্রে অবস্থিত এই অঞ্চলে মূলত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বাস। ক্রিসমাস এখানে সাড়ম্বরে পালিত হয়। এক পক্ষকাল ধরে চলতে থাকে নানান উৎসব। ৩১ ডিসেম্বরের রাতের হুল্লোড়ে শামিল হতে শহরের অন্যন্য জায়গা থেকেও লোক আসে এখানে।
ঠিক বারোটায় যাদবপুরে
শহরের অন্যান্য অনেক জায়গার মত যাদবপুর অঞ্চলেও বেশ কয়েকবছর ধরে এমন নাচ গানের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এই ছবিটি যখন তোলা তখন সবেমাত্র ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁলো। স্বাগত ২০২৫।
ইকো পার্কের তাজমহলে
কলকাতার নিউটাইনের ইকো পার্কে নতুন বছরের প্রথম দিনে সকাল থেকেই ভিড়। এই পার্কে রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের রেপ্লিকা। সেখানে ছিল প্রচুর মানুষের ভিড়।
জলাশয়ের ধারে
ইকো পার্কের অন্যতম আকর্ষণ হলো তার বিশাল জলাশয়। তার ধারে বছরে প্রথম দিনে উৎসব পালন করেছিলেন কলকাতা ও কাছের জেলা থেকে আসা মানুষ।