1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিযুক্তরাষ্ট্র

বর্ন ইন দ্য ইউএসএ : অপব্যাখ্যায় ‘ফুটবল' হয়ে যাওয়া এক গান

১৭ জুন ২০২৪

মাঠে ফুটবল নিয়ে যেমন ২২ জনের কাড়াকাড়ি চলে ‘বর্ন ইন দ্য ইউএসএ'-র শিল্পী ব্রুস স্প্রিংস্টিন মনে করেন রাজনীতিবিদদের কারণে তার গানটিরও ঠিক সেরকম অবস্থা৷

https://p.dw.com/p/4h9le
গিটার হাতে ব্রুস স্প্রিংস্টিন
‘বর্ন ইন দ্য ইউএসএ’ সম্পর্কে ব্রুস স্প্রিংস্টিন বলেছিলেন, আমার সংগীত যেন একটা ফুটবল হয়ে গেছে, আজ চরম ডানপন্থিরা এর অপব্যাখ্যা করছে তো কাল একই কাজ করছে চরম বামপন্থিরা'ছবি: MPI/KE/MPI//Captital Pictures/picture alliance

কাড়াকাড়ি শুরু হয়েছিল জন্মের পর, গানের বয়স ৪০ হয়েছে, কিন্তু কাড়াকাড়ি থামেনি৷

‘দ্য বস' বর্ন ইন দ্য ইউএসএ

রক সুপারস্টার, গীতিকার, গিটারিস্ট ব্রুস ফ্রেডেরিক জোসেফ স্প্রিংসটিনকে সংগীত ভুবন ‘দ্য বস' নামেও চেনে কয়েক দশক ধরে৷প্রায় ছয় দশকের ক্যারিয়ারে ২১টি স্টুডিও অ্যালবামের অসংখ্য গান শ্রোতাদের মনে চিরস্থায়ী আসন পেয়েছে৷ সেরকমই একটি গান ‘বর্ন ইন দ্য ইউএসএ'৷ ১৯৮৪ সালে বাজারে আসতে-না-আসতেই যেন ঝড় তোলে এই গান৷ অ্যা ‘বর্ন ইন দ্য ইউএসএ' নামের অ্যালবামের বাকি গানগুলোর মধ্যে ‘নো সামার', ‘গ্লোরি ডেজ' এবং ‘ড্যান্সিং ইন দ্য ডার্ক'-ও দর্শকদের মুগ্ধ করেছিল৷ ‘ড্যান্সিং ইন দ্য ডার্ক' তো গ্র্যামি অ্যাওয়ার্ডও জিতেছিল ১৯৮৫ সালে৷

তবে ‘বর্ন ইন দ্য ইউএসএ'- গড়েছিল অবিশ্বাস্য এক রেকর্ড৷ টানা সাতবার যুক্তরাষ্ট্রের সেরা দশ হিট গানের তালিকায় স্থান পেয়েছিল মূলত প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের শাসনামলে খেটে খাওয়া মানুষদের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে করা অ্যালবামের গানটি৷ এভাবে টানা সাতবার টপ চার্টে জায়গা করতে পেরেছে শুধু মাইকেল জ্যাকসনের থ্রিলার৷

বর্ন ইন দ্য ইউএসএ- চল্লিশ বছর 

গত ১৪ জুন ছিল বর্ন ইন দ্য ইউএসএ-এর  চল্লিশ বছর পূর্তির দিন৷ এ উপলক্ষ্যে সেদিন নতুনভাবে শ্রোতাদের কাছে হাজির হয়েছে বর্ন ইন দ্য ইউএসএ৷

যুক্তরাষ্ট্রের তারকা পোর্ট্রেট ফটোগ্রাফার অ্যানি লাইবোভিৎসের তোলা ছবিতে অ্যালবামের প্রচ্ছদ প্রশংসা কুড়িয়েছে সবার৷ ৭৪ বছর বয়সি স্প্রিংস্টিন সরাসরিও এই গান শোনাচ্ছেন৷ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে এখন তিনি ইউরোপে৷ তাই ইউরোপের স্প্রিংস্টিন ভক্তদের সামনে এখন ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা অ্যালবাম হাতে পাওয়ার পাশাপাশি ‘দ্য বস'-কে প্রায় ছুঁয়ে দেখার দূরত্বে পাওয়ার সুযোগ৷

যে গান অনেকেই বোঝেনি

বর্ন ইন দ্য ইউএসএ গানটা লেখা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধে পঙ্গু হওয়া এক মার্কিন সেনার স্বদেশে চরম দুর্ভোগের জীবন নিয়ে৷ যুক্তরাষ্ট্র তখন হলিউড অভিনেতা থেকে রাজনীতিতে আসা রোনাল্ড রেগানের শাসনে৷ ‘বর্ন ইন দ্য ইউএসএ' গানে দেশপ্রেম ছিল, তবে সেই প্রেমে একরকমের অসহায়ত্বও উঠে এসেছিল৷শত দুঃখ-কষ্টেও প্রকৃত প্রেমিক যেমন প্রেমের বন্ধন ছিন্ন করে না, ভিয়েতনাম যুদ্ধ-ফেরত যোদ্ধারাও চরম আর্থিক সংকট সত্ত্বেও দেশকে ভালোবেসে যায়- সেই কথাই বোঝানো হয়েছিল গানটিতে৷ অথচ গত চল্লিশ বছরে যুক্তরাষ্ট্রের ক'জন রাজনীতিবিদ তা বুঝতে পেরেছেন?

ব্রুস স্প্রিংস্টিন মনে করেন বেশির ভাগ রাজনীতিবিদই তা একেবারেই বুঝতে পারেননি৷ তাই নিউ জার্সিতে জন্ম নেয়া স্প্রিংস্টিন এক সাক্ষাৎতারে বলেছেন, ‘‘বর্ন ইন দ্য ইউএসএ যেমন আমার জীবনের অন্যতম সেরা গান, তেমনি সবচেয়ে ভুল বোঝা গানও৷''

১৯৮৪ সালে বাজারে আসে ‘বর্ন ইন দ্য ইউএসএ' অ্যালবাম৷ রোনাল্ড রেগান কোথায় দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরা হয়েছে ভেবে গানটি শুনে বিব্রত হবেন, তা নয়, উল্টে তার নির্বাচনি প্রচার সগর্বে বাজানো হলো ‘বর্ন ইন দ্য ইউএসএ'৷ আজও চলছে মর্মবাণী না বুঝে রাজনৈতিক প্রচারে গানটিকে ব্যবহারের সেই ধারা৷ চার বছর আগে সারা বিশ্ব যখন করোনা মহামারির কাছে কাবু হয়ে ধুঁকছে, তখনও যুকরাষ্ট্রের হাসপাতালের সামনে বেজেছে এই গান৷ ডোনাল্ড ট্রাম্প তখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে, তার ভক্তরা প্রিয় নেতার আরোগ্য কামনার সময় গর্ব করে এই গান বাজাবেন না তা হয় কী করে!

স্প্রিংস্টিন অবশ্য তার গানের ‘ফুটবল' হয়ে যাওয়ার কথা বলেছিলেন ট্রাম্প-ভক্তদের হাসপাতালের সামনে ‘বর্ন ইন দ্য ইউএসএ' বাজানোর  ১৫ বছর আগে৷

২০০৫ সালে এনপিআর-কে তিনি বলেছিলেন,‘‘আমার সংগীত যেন একটা ফুটবল হয়ে গেছে, আজ চরম ডানপন্থিরা এর অপব্যাখ্যা করছে তো কাল একই কাজ করছে চরম বামপন্থিরা''

স্প্রিংস্টিন এমনিতে ট্রাম্পের রাজনৈতিক দর্শনের ঘোর বিরোধী৷২০১৯ সালে তাই সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছিলেন, ‘‘আমার মনে হয়, দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একজনকে পেয়েছি, ‘একজন অ্যামেরিকান' আসলে কী সে সম্পর্কে যার আসলে সামান্য ধারণাও হয়ত নেই৷''

ট্রাম্প ভোলেননি সেই কথা৷ মে মাসের এক নির্বাচনি সভায় তাই স্প্রিংস্টিনকে ‘ওয়াকো উদারপন্থি' বলে কটাক্ষ করে জনসভায় উপস্থিত মানুষদের দেখিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেছেন, ‘‘ব্রুস স্প্রিংস্টিনের (কনসার্টের) চেয়ে আমাদের এখানে ভিড় অনেক বেশি৷''

ব্রেন্ডা হাস/ এসিব